রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশ থেকে বকুলের সুস্থতার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই দোয়া চান।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির বলেন, রকিবুল ইসলাম বকুল ভাই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেজন্য আজ তিনি এই ছাত্রসমাবেশে উপস্থিত থাকতে পারেননি। সবাই তার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
এদিকে শনিবার (২ আগস্ট) দুপুরে বকুলকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বকুলের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এর আগে রকিবুল ইসলাম বকুলের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুবদল ও ছাত্রদলের উদ্যোগে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন