বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। তবে আগামী ৯০ দিনের মধ্যে বিএসপিপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। অধ্যাপক ডা. জেড এম জাহিদ হোসেন (আহ্বায়ক) এবং কাদের গণি চৌধুরীর (সদস্য সচিব) নেতৃত্বে চলছিল বিএসপিপি।
সোমবার (০১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটিতে রয়েছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ- আহ্বায়ক। সদস্যরা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যারিস্টার কায়সার কামাল, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএফইউজের কাদের গণি চৌধুরী, এ্যাবের ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন, ড্যাবের ডা. জহিরুল ইসলাম শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের অধ্যাপক আবদুস সালাম, এইবির অধ্যাপক মোস্তাফিজ, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জাকির হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’র মোকসেদুল মোমেনিন মিথুন।
উল্লেখ্য, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য কৃষিবিদ মোকসেদুল মোমেনিন মিথুন এই কমিটির দাপ্তরিক দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন