কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘মনোনয়ন পাবেন ক্লিন আ.লীগ নেতারা’ বক্তব্যের বিষয়ে জাতীয় পার্টির বিবৃতি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ঘোষণা দিয়েছেন, ক্লিন ইমেজধারী আওয়ামী লীগ নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিলে তাদের দলীয় মনোনয়ন দেওয়া হবে। তবে, তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে জাতীয় পার্টি।

শনিবার (০৬ সেপ্টেম্বর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো এখতিয়ার তার নেই।

বিবৃতিতে আরও জানানো হয়, জাতীয় পার্টি এখনো আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে কিনা কিংবা কোন প্রক্রিয়ায় অংশ নেবে- সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। এমন পরিস্থিতিতে মোস্তাফিজার রহমান মোস্তফার বক্তব্য বিভিন্ন মহল ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই ভবিষ্যতে জাতীয় পার্টির নীতি-নির্ধারণী কোনো বিষয়ে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য তার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে, শনিবার দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে রংপুর বিভাগের আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে বক্তব্য দেন সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

ওই সভায় তিনি বলেন, আওয়ামী লীগের এমন সমর্থক যারা কোনো মামলা-মোকদ্দমায় জড়িত নয়, সহিংসতার অভিযোগ নেই এবং ক্লিন ইমেজের অধিকারী- তারা যদি জাতীয় পার্টিতে যোগ দেন এবং আমরা তাদের যোগ্য মনে করি, তাহলে তাদের মনোনয়ন দেওয়া হবে। প্রার্থী সংকট কাটিয়ে উঠতে এ পদক্ষেপ নেওয়া হবে।

মোস্তাফিজার রহমান আরও বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। তবে কোনো আসনে যদি নিজেদের প্রার্থীর তুলনায় বেশি শক্তিশালী, ক্লিন ইমেজধারী এবং সহিংসতার অভিযোগমুক্ত প্রার্থী পাওয়া যায়, তাহলে তাকেও মনোনয়ন দেওয়া হবে। ফরিদপুর, গোপালগঞ্জসহ যেসব জেলায় আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে, সেসব জায়গায় ক্লিন ইমেজের ব্যক্তিরা জাতীয় পার্টিতে যোগ দিলে তারাও মনোনয়ন পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরাল পাগলার আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগের পেছনে যা ছিল

জাতীয় পার্টির বিচার দাবি গণতন্ত্র মঞ্চের

বিলের পানিতে গোসলে নেমে প্রাণ গেল ২ বোনের

কাজে দেরিতে আসায় তিন জেলেকে মারধর, অতঃপর...

আলোচনা ফলপ্রসূ হয়নি, বাকৃবিতে বন্ধ থাকছে ক্লাস-পরীক্ষা

থমথমে হাটহাজারী, ১৪৪ ধারা জারি

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় যেসব অস্ত্র নিয়ে প্রস্তুত হচ্ছে ভেনেজুয়েলা

টাঙ্গাইলে একইস্থানে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

রাজবাড়ীর ঘটনায় ইসলামী আন্দোলনের বিবৃতি

১০

রাজবাড়ীর ঘটনায় মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে : জামায়াত

১১

অমর্ত্যের ভিপি প্রার্থিতা ফেরত চাইলেন মেঘমল্লার বসু

১২

জশনে জুলুস / জামেয়ার ময়দানে নিহত সাইফুলের জানাজা অনুষ্ঠিত

১৩

স্বেচ্ছাসেবক দল নেতাকে কোপালেন গণঅধিকার পরিষদ নেতা

১৪

জশনে জুলুসে পানি পান করাচ্ছেন জামায়াত নেতা!

১৫

বিশ্বকাপ ফাইনালের পর মেসিদের সঙ্গে রিম্যাচ প্রস্তাব, রাজি হননি এমবাপ্পে

১৬

লোহার ব্রিজের উপর দাঁড়িয়ে জসনে জুলুস দেখছিলেন তারা, অতঃপর...

১৭

সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

১৮

নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলছিল মরদেহ

১৯

বিবৃতি বাদ দিয়ে অ্যাকশন নিন, সরকারের উদ্দেশে তুষার

২০
X