আগামী জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে। আর এই ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অনির্বাচিত সরকার আনতে চায় বিএনপি-জামায়াত জোট। দেশের বিরুদ্ধে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে যে ষড়যন্ত্র হচ্ছে, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
রাজধানীর কদমতলীতে আজ শনিবার আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ঢাকা-৪ সংসদীয় আসনের সাতটি ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ অনেকে বক্তব্য দেন।
কামরুল ইসলাম বলেন, ‘আজকে গভীর ষড়যন্ত্র চলছে। একাত্তরে যেমন সব পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলাম, এখন সময় এসেছে শেখ হাসিনার নেতৃত্বে সেভাবে ঐক্যবদ্ধ হওয়ার। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কারও অনুগ্রহে আমরা স্বাধীন হই নাই।’
তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। শেখ হাসিনা বেঁচে থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করা যাবে না, তাই তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিএনপি আবার দেশে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে চায়। বিএনপি চায় না নির্বাচন হোক।’
আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে শেখ হাসিনার নেতৃত্বে। তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশের মাটিতে হবে না। শেখ হাসিনার নির্বাচনকালীন সরকারের নেতৃত্বে নির্বাচন হবে যেখানে নির্বাচন কমিশনের ওপর সরকার কোনো হস্তক্ষেপ করবে না। আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে তাদেরই কবর রচনা হবে। কোনো অবস্থাতেই নির্বাচন বন্ধ হবে না। সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে। জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার পক্ষেই রায় দেবে।’
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার শক্তি তরুণ সমাজ, যুবসমাজ। তরুণ সমাজ শক্তিশালী হলে শেখ হাসিনা শক্তিশালী হবে, বাংলাদেশ শক্তিশালী হবে। বিএনপি-জামায়াত তরুণদের নিয়ে সমাবেশের নামে কী করছে? চট্টগ্রামের তরুণদের নিয়ে সমাবেশের নামে জাতির পিতার প্রকৃতি ভেঙে দিয়েছে। এটা অসচেতনা নয়।’
সিরাজগঞ্জে মির্জা ফখরুল ইসলামের সমাবেশে বিএনপির এক নেতা বলেছেন, ‘আমাদের সংগ্রাম, আমাদের লক্ষ্যই হলো শেখ হাসিনাকে হত্যা করা। তাদের লক্ষ্যই একটা, শেখ হাসিনাকে হত্যা করা। মির্জা ফখরুলরা বিদেশিদের তাবেদারি করছে। শেখ হাসিনাকে হত্যা করে তারা ’৭৫-এ যেমন করেছিল তেমনি একই কায়দায় আবার বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করতে চায়।’
বিএনপির খুনের রাজনীতি থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। এর থেকে বাঁচার মূল চাবিকাঠি শেখ হাসিনা। জাতির পিতার আদর্শের সন্তানরা ঐক্যবদ্ধ থাকলে আমরা ষড়যন্ত্রের রাজনীতি প্রতিহত করতে পারব। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা ওই খুনের রাজনীতিকে পরাজিত করতে পারব।’
মন্তব্য করুন