কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জাকসু ফল ঘোষণার পর শিবির সভাপতির প্রতিক্রিয়া

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ২৫টি পদের মধ্য ২১টিতেই শিবিরের প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। এ জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি জানান, আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান। ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন।

শিবির সভাপতি লিখেন, যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য। এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারা দেশের কোথাও কোনো আনন্দ মিছিল করব না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব।

তিনি জানান, কারও প্রতি আমাদের কোনো অনুযোগ ও বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমদের পায়ের ধুলো। উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার।

তিনি আরও উল্লেখ করেন, গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতীক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির অনন্য উপমা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসুর ফলাফল ঘোষণা করা হয়। এতে জাকসুর দশম ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। আর ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম। ।

এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের (৪৯ ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী ফেরদৌস আল হাসান ও এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের (৪৮ ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা। পাশাপাশি শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর ও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি।

জাকসু নির্বাচনের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছে শেখ জিসান আহমেদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের মাহমুদুল হাসান কিরণ, সহ-ক্রীড়া (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদী হাসান ও সহ-ক্রীড়া (ছাত্রী) পদে গণিত বিভাগের ফারহানা লুবনা।

এ ছাড়া আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে আহসান লাবিব, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি (ছাত্র) তৌহিদ ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান মনোনীত হয়েছেন। এছাড়াও কার্যকরী সদস্য পদে রয়েছেন- ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা , হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা ও মোহাম্মদ আলী চিশতী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আফাজ উদ্দিনের 

জাকসুর ফলাফল ঘোষণায় কেন এত সময় লাগল?

হেরে যাওয়ার পর যা বললেন শিবিরের ভিপি প্রার্থী

পাঁচ বছরেই দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা সম্ভব : শফিকুর রহমান

রাকসু নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

‘পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সম্মিলিত আন্দোলন গড়তে হবে’

বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : জিকে গউছ

দাগনভূঞায় সড়ক সংস্কার কাজে বাধা, গ্রেপ্তার ১

বিজয়ী জিতুকে সহযোগিতার প্রতিশ্রুতি হেরে যাওয়া শিবিরের ভিপি প্রার্থীর

জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই জিতু

১০

রাকসু নির্বাচনে ৫ প্যানেল থেকে লড়ছেন ৯ সমন্বয়ক

১১

শ্রীলঙ্কার বোলিং ঝড়ে বিপর্যস্ত বাংলাদেশ

১২

প্রত্যেক মানুষের সাফল্যের পথ আলাদা : হাসনাত আব্দুল্লাহ

১৩

জাকসুতেও বিশাল জয় / আনন্দ মিছিল নয়, সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবে শিবির

১৪

বগুড়ায় শজিমেকের ৩৪তম ব‍্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

১৫

মানসিক অস্থিরতা দূর করার ৫ আমল

১৬

সমান ভোটে এজিএস দুজন, দায়িত্ব পালন করবেন যেভাবে

১৭

বাদ সহ-সম্পাদক পদ, চাকসুর গঠনতন্ত্রে যুক্ত হচ্ছে নতুন ৪ পদ

১৮

নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিলেন নিউইয়র্কের মেয়রপ্রার্থী

১৯

ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে : নৌপরিবহন উপদেষ্টা

২০
X