চবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাদ সহ-সম্পাদক পদ, চাকসুর গঠনতন্ত্রে যুক্ত হচ্ছে নতুন ৪ পদ

চাকসু ভবন। ছবি : কালবেলা
চাকসু ভবন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্রে নতুন চারটি পদ সংযোজন ও চারটি সহ-সম্পাদকের পদ বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে হল সংসদ থেকেও সব সহ-সম্পাদকের পদ বাদ দেওয়া হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

অধ্যাপক কামাল উদ্দিন বলেন, বিভিন্ন সময় শিক্ষার্থীদের দেওয়া দাবির পরিপ্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর গঠনতন্ত্র প্রণয়ন কমিটি পরিবর্তন-পরিমার্জনের সিদ্ধান্ত নেয়। সংশোধিত গঠনতন্ত্র উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ড. কামাল উদ্দিন বলেন, সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদ থেকে চারটি সহ-সম্পাদক পদ বাদ দিয়ে নতুন চারটি পদ রাখা হয়েছে। যেমন সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকারবিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদকের পরিবর্তে এখন দুটি মূল পদ করা হয়েছে ‘সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক’ এবং ‘আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক’। এ ছাড়া বাকি তিন সহ-সম্পাদক পদগুলোর জায়গায় পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নামে তিনটি নতুন পদ যুক্ত করা হয়েছে। তবে মোট পদসংখ্যা বৃদ্ধি পায়নি, মোট ২৮টি পদই থাকবে।

সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী চাকসুর পদগুলো : সভাপতি, সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস), কোষাধ্যক্ষ, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ও সহ-সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ও সহ-সম্পাদক, দপ্তর সম্পাদক ও সহ-সম্পাদক, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক ও সহ-সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, ছাত্রীকল্যাণ সম্পাদক ও সহ-সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত), স্বাস্থ্য সম্পাদক, পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।

সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী হল সংসদের পদসমূহ : সভাপতি, সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস), কোষাধ্যক্ষ, খেলাধুলা সম্পাদক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক, বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, স্বাস্থ্য সম্পাদক, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।

এদিকে শনিবার রাতের মধ্যেই চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা বলেছে নির্বাচন কমিশন। এর আগে ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এতে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন ২৫ হাজার ৮৬৬ শিক্ষার্থী। তপশিল অনুযায়ী আজ রোববার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে।

মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতি বছর নির্বাচন হওয়ার কথা থাকলেও ৩৫ বছর ধরে তা স্থগিত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যোগ্য-নীতিবান নেতৃত্বকে নির্বাচিত করতে হবে : আজিজুর রহমান

শিল্পী ফরিদা পারভীন আর নেই

স্বৈরাচার পতনে রাজপথে থাকা গণমাধ্যমকর্মীরাও জুলাই যোদ্ধা : তারিকুল হাসান

ব্যারিস্টার ফুয়াদকে এক হাত নিলেন হামিম

সাংবাদিক আরিফিন তুষার রয়ে যাবেন স্মৃতির পাতায়

জাকের-শামীমে ভর করে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

বিদেশি ঘটনাকে মাগুরার বলে চালিয়ে গুজব ছড়ানো হচ্ছে : পুলিশ

নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির সময় আটক তিন

রাকসুতে ২৯ হাজার ভোট, ম্যানুয়ালি গণনার দাবি ছাত্রদলসহ দুই প্যানেলের

পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আফাজ উদ্দিনের 

১০

জাকসুর ফলাফল ঘোষণায় কেন এত সময় লাগল?

১১

হেরে যাওয়ার পর যা বললেন শিবিরের ভিপি প্রার্থী

১২

পাঁচ বছরেই দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা সম্ভব : শফিকুর রহমান

১৩

রাকসু নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

১৪

‘পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সম্মিলিত আন্দোলন গড়তে হবে’

১৫

বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : জিকে গউছ

১৬

দাগনভূঞায় সড়ক সংস্কার কাজে বাধা, গ্রেপ্তার ১

১৭

বিজয়ী জিতুকে সহযোগিতার প্রতিশ্রুতি হেরে যাওয়া শিবিরের ভিপি প্রার্থীর

১৮

জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই জিতু

১৯

রাকসু নির্বাচনে ৫ প্যানেল থেকে লড়ছেন ৯ সমন্বয়ক

২০
X