জুলাই সনদের বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এ সময় দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদকে কাগুজে ও অকার্যকর লেখায় পরিণত করা যাবে না। যে কোনো মূল্যে এটি কার্যকর করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা মামুনুল হক পাঁচ দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো :
১) জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন। ২) জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ। ৩) আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। ৪) জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা। ৫) জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।
মাওলানা মামুনুল হক ইতোপূর্বে প্রকাশিত জুলাই ঘোষণাপত্রের ত্রুটি উল্লেখ করে বলেন, জুলাই ঘোষণাপত্রে শাপলা গণহত্যার উল্লেখ না থাকায় এর ঐতিহাসিক দায় ড. ইউনূস সাহেব এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উভয়কেই বহন করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদকে আগামী সংসদের উপর ছেড়ে দেওয়া যাবে না। অতীত অভিজ্ঞতা (যেমন ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন) প্রমাণ করে, ক্ষমতায় বসলে প্রতিশ্রুতি ভুলে যাওয়ার প্রবণতা দেখা দেয়। তাই সনদ কার্যকর করতে অধ্যাদেশ, রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণা বা অন্য কোনো কার্যকর প্রক্রিয়া গ্রহণ করতে হবে। তিনি একইসঙ্গে সনদের ভিত্তিতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
নির্বাচনী কাঠামো নিয়ে তিনি পরিষ্কার করে বলেন, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না; নির্বাচনকালীন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে— এটি নিশ্চিত করতে হবে।
জুলাই গণহত্যার বিচারের বিষয়ে তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থান ও তৎকালীন রাষ্ট্রীয় মদদে সংঘটিত হত্যাকাণ্ডের নেপথ্য কারিগর, পরিকল্পনাকারী ও দায়ীদের বিচারের আওতায় আনতে হবে এবং বিচারে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে— এটি জাতীয় ঐক্যের জন্য অপরিহার্য।
মামুনুল হক বলেন, আমাদের এই পাঁচ দফা কোনো রাজনৈতিক স্বার্থ নয়; এটি জাতির অস্তিত্ব রক্ষার দাবি। সরকার যদি অবিলম্বে এ দাবিগুলো বাস্তবায়নের ঘোষণা না দেয়, তবে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং সিদ্ধান্ত বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ করব।
এ সময় তিনি দলের নতুন কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুসারে, ১৮ সেপ্টেম্বর, ঢাকায় বিক্ষোভ মিছিল পালিত হবে। এরপর ১৯ সেপ্টেম্বর সকল বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে দেশব্যাপী বিক্ষোভ মিছিল পালিত হবে।
তিনি জানান, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ সেপ্টেম্বর বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন