

ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলির বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এ ভোজের আয়োজন করা হয়।
এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন- স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল খসরু।
মন্তব্য করুন