কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের মুক্তির জন্য আওয়ামী সরকারের পতন অনিবার্য : নূরুল ইসলাম বুলবুল

বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও ব্যবসায়ীক উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা
বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও ব্যবসায়ীক উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী সরকার জনগণের স্বাস্থ্য সচেতনতার দিকে নজর দেওয়ার পরিবর্তে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই ব্যস্ত। রাতের ভোটে নির্বাচিত বলেই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। সুতরাং আজকে দেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে, দেশের মুক্তি ও কল্যাণে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন অনিবার্য।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন এলাকায় বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও ব্যবসায়ীক উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল এই সেলাই মেশিন ও ব্যবসায়ীক উপকরণ বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণে মজলিসে শুরা সদস্য আশরাফুল আলম ইমন ও শাহীন আহমদ খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বুলবুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ দেশের মানুষের কল্যাণে নানাবিধ কর্মসূচি পালন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আজ আমরা সেলাই মেশিন ও ব্যবসায়িক উপকরণ জনগণের হাতে তুলে দিচ্ছি। ভয়াবহ বন্যা, করোনা মহামারীসহ বাংলাদেশের যেকোনো দুযোর্গ দুর্ভোগে জনগণের পাশে সবার আগে জামায়াতে ইসলামী ছুটে যায়। বর্তমানে হাসপাতালগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে, ডেঙ্গুর প্রাদুর্ভাবে জনস্বাস্থ্য আজ চরম হুমকির মুখে। এজন্য আমরা আগেই জনসচেতনতা তৈরির জন্য কর্মসূচি দিয়েছিলাম। জামায়াতের পক্ষ থেকে আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এডিস মশক নিধন পক্ষ পালন করেছি। নানাবিধ প্রতিকুলতার মধ্যেও মানবতার প্রয়োজনে জামায়াতে ইসলামী তার কল্যাণকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। বর্তমান অবৈধ, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকলে জনগণের কোনো অধিকার প্রতিষ্ঠা হবে না। এই অপশক্তির হাত থেকে জাতিকে মুক্ত করতে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণ বুঝে গেছে শেষ পদ্ধতি হিসেবে আওয়ামী সরকার জুলুম-নির্যাতনের মাধ্যমে জনগণকে জিম্মি করে আবারও জোরপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা দখলে রাখতে চাই। এ কারণে আওয়ামী সরকার ভীত হয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করে রেখেছে, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমীর ও সাবেক এমপি আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ বরেণ্য আলেম ওলামাদেরকে সরকার বছরের পর বছর কারাগারে বন্দী করে রেখেছে। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিয়ে নেতৃবৃন্দসহ দেশবাসীকে মুক্ত করতে হবে।

তিনি এই অবৈধ সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্য সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।

দেলাওয়ার হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার মানবসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজসেবা ও সমাজ সংস্কারের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশের জনগণ দেখেছে, ভয়াবহ বন্যা, করোনা মহামারী সহ নানা দুর্যোগ সংকটে জনগণের কল্যাণে সংগঠনের কর্মীরা সবার আগে ঝাঁপিয়ে পড়েছে।

তিনি সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১০

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১১

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১২

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১৩

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

১৪

চট্টগ্রামের নগরায়ণ সংকটে শহরবাসী, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নেই

১৫

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

১৬

ইসরায়েলে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু?

১৭

আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করতেন তৌহিদ আফ্রিদি : আইনজীবী

১৮

৬ কোটি টাকার গার্ডার ব্রিজ এখন গলার কাঁটা

১৯

সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর

২০
X