জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে মতানৈক্য দূরীকরণ এবং নির্বাচনসহ বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয় ভবনে এই বৈঠক হয়। রাতে গণতন্ত্র মঞ্চভুক্ত গণসংহতি আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যকার মতানৈক্য দূর করে বৃহত্তর ঐকমত্য তৈরির উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলো। এরই ধারাবাহিকতায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য গণভোট অনুষ্ঠানের সময় নিয়ে ভিন্নমত নিরসনের উপায়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে মসৃণভাবে এগিয়ে নেওয়া এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন বিষয়ে আলোচনা হয়।
নেতারা চলমান রাজনৈতিক সংকট ও সমাধান নিয়ে আলোচনা করেন। সেইসঙ্গে বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা নিয়ে আলোচনা করেন তারা।
মন্তব্য করুন