কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্সের আয়োজনে ‘দুর্গাপুজা পুনর্মিলনী’

হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়িতে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দুর্গাপুজা পুনর্মিলনী’র এই ব্যতিক্রমী আয়োজন করেন এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়িতে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দুর্গাপুজা পুনর্মিলনী’র এই ব্যতিক্রমী আয়োজন করেন এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ ময়মনসিংহের হালুয়াঘাটে ‘দুর্গাপুজা পুনর্মিলনী’র আয়োজন করেছেন। পুনর্মিলনী অনুষ্ঠানে হালুয়াঘাটের হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপজেলা, ইউনিয়ন, পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বুধবার (০৮ অক্টোবর) সকল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়িতে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দুর্গাপুজা পুনর্মিলনী’র এই ব্যতিক্রমী আয়োজনে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি ও নেতারা এমরান সালেহ প্রিন্সের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে তাদের কুশলাদি জিজ্ঞাসা করেন প্রিন্স।

এ সময় শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। গান, নাচ, আবৃত্তির সঙ্গে চলে আগত অতিথিদের শুভেচ্ছা বিনিময় এবং ফাঁকে ফাঁকে চলে শুভেচ্ছা বক্তব্য। পৌর বিএনপির সদস্য উত্তম কুমার সরকার বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হালুয়াঘাট পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক জয়দেব দত্ত, উপদেষ্টা নরেশ চন্দ্র সরকার, সভাপতি দেবতোষ সরকার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অপু সরকার, বর্তমান সাধারণ সম্পাদক সুভাষ সাহা, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শুভ্রত রেমা, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মন্টি রাণী সরকার, সনাতন যুব সংঘের সভাপতি সঞ্জয় সরকার, শকুয়াই পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন সরকার, স্বদেশী পূজা উদযাপন কমিটির সভাপতি হারান ভট্টাচার্য বক্তব্য রাখেন।

এমরান সালেহ প্রিন্স সকলকে স্বাগত এবং দুর্গা ও লক্ষ্মী পূজার শারদীয় শুভেচ্ছা জানিয়ে তার স্বাগত বক্তব্যে বলেন, বিএনপি সকল ধর্ম-কর্মের স্বাধীনতা নিশ্চিত ও মূল্যবোধ প্রতিষ্ঠা করে ‘ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার’- নীতিতে বিশ্বাস করে। বিএনপি সরকারে আসলে এই নীতি বাস্তবায়ন করবে।

‘ধর্ম যার যার বিএনপি সবার’ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সকল ধর্ম বর্ণের সর্বজনীন দল। বিএনপি সম্পর্কে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার ব্যার্থ চেষ্টা চালিয়েছে। তিনি তারেক রহমানকে দূরদৃষ্টিসম্পন্ন স্বপ্নবাজ নেতা আখ্যায়িত করে বলেন, তার স্বপ্ন একটি সুখী, সমৃদ্ধশালী , বৈষম্যহীন, সাম্য ও মানবিক মর্যাদার ন্যায়ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তারেক রহমানের লালিত সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে। গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রের যাত্রা পথে নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আসন্ন নির্বাচনে গণরায়ের মধ্য দিয়ে প্রিয় নেতার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

এমরান সালেহ প্রিন্স অবহেলিত হলুয়াঘাট ও ধোবাউড়ায় আলোকিত জনপদ গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করে বলেন, তারেক রহমানের হাত ধরে ইনশাআল্লাহ তা সফল করা হবে। তিনি ধানের শীষে আস্থা রাখার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহবান জানান। তিনি বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, সংখ্যাগরিষ্ঠ মানুষের ইসলামি মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, অন্যান্য ধর্মীয় মূল্যবোধকে সর্বাধিক অগ্রাধিকার ও গুরত্ব দেয়। আগে রাজধানীতে হলেও আগামী দিনে হালুয়াঘাট ও ধোবাউড়ায় ঈদ, পূজা ও বড়দিন পুনর্মিলনীর অয়োজন অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন। তিনি আগামী দিনে হিন্দু সম্প্রদায়ের মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

হিন্দু সম্প্রদায়ের নেতারা পূজা পুনর্মিলনী অয়োজন করার জন্য এমরান সালেহ প্রিন্সের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, অতীতে কোনো রাজনীতিবিদ এ ধরনের অনুষ্ঠান হালুয়াঘাটে অয়োজন করে নাই। তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সুখ দুঃখে পাশে থাকার জন্য এমরান সালেহ প্রিন্সকে ধন্যবাদ জানান। আগামী দিনে আলোকিত হালুয়াঘাট গোড়ার পথযাত্রায় তার সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।

আগামীকাল ধোবাউড়ায় ‘দুর্গাপুজা পুনর্মিলনী’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আগামীকাল ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় ধোবাউড়া সদরে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে ‘দুর্গাপুজা পুনর্মিলনী’র অয়োজন করেছেন। এ ছাড়াও আগামীকাল দুপুর ও বিকেলে ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নে ওয়ার্ড বিএনপির দুটি সম্মেলনে প্রধান অতিথি থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন শুধু জাতীয় দলের হয়েই খেলতে চাইলেন রোনালদো?

যে শহরে দিনে ২ ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ!

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে লালুর বক্তব্য ব্যক্তিগত : বিএনপি

নির্বাচন কমিশনকে দেওয়া শাপলার ৭ নমুনা প্রকাশ এনসিপির

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময় 

ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের জন্য পুরস্কার দেবে নগদ

হৃদয়-মিরাজে ভর করে বাংলাদেশের লড়াই

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

১০ বছরে পাঠাও, রয়েছে মাসজুড়ে অফার

১০

রাকসু নির্বাচন / জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মারের ‘ভোট চাইছেন’ শেখ হাসিনা!

১১

এখন পরনির্ভর হয়ে আছি, আমাদের স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

১২

দুদকের মামলায় সাবেক এমপি বদির বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্যগ্রহণ

১৩

শহিদুল আলমদের বহরের সব নৌযান আটক, কোথায় নেওয়া হচ্ছে?

১৪

বানরের আক্রমণে শতাধিক ছাত্রী আহত

১৫

মুখ খুললেন রাশমিকা মান্দানা

১৬

গুমের শিকার বিশেষ বন্দিদের ‘মোনালিসা’ নামে ডাকা হতো

১৭

রাজশাহীতে হাজার ছাড়িয়েছে সাপে কাটা রোগী, মৃত্যু ৩৮

১৮

মানসিক স্বাস্থ্য বৃদ্ধি করে যে ১০ খাবার

১৯

চট্টগ্রামের সিকো অ্যারেনাতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

২০
X