মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের বার্তা নিয়ে কয়রায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন

গ্রামে ঘুরে বেড়াচ্ছেন আনোয়ার আলদীন। ছবি : কালবেলা
গ্রামে ঘুরে বেড়াচ্ছেন আনোয়ার আলদীন। ছবি : কালবেলা

খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলার ঘুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার কথা জানাচ্ছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক আনোয়ার আলদীন। তিনি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

গত কয়েক মাস ধরে তিনি দলীয় হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুই উপজেলার ইউনিয়ন ও গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। কখনো হাটবাজারে, কখনো চায়ের আড্ডায়, আবার কখনো স্কুল-মাদ্রাসা প্রাঙ্গণে মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। জানাচ্ছেন, বিএনপির ‘৩১ দফা’ বাস্তবায়নের মাধ্যমে কেমন হবে আগামীর বাংলাদেশ।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে কয়রা বাজারে আনোয়ার আলদীন বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এসময় শত শত মানুষ তাকে ঘিরে ধরে শুভেচ্ছা জানান।

সাধারণ মানুষের উদ্দেশে আনোয়ার আলদীন বলেন, ‘তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়বে। দেশের অগ্রগতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘কয়রা ও পাইকগাছার মানুষের চোখে আমি পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখেছি। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও হয়রানিমুক্ত সমাজ চান। আমি সেই পরিবর্তনের পথে মানুষের পাশে থাকতে চাই, তাদের স্বপ্নের কয়রা গড়তে কাজ করব।’

পরে তিনি কয়রা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, ‘তারেক রহমান সুস্পষ্টভাবে বলে দিয়েছেন- মানুষের দ্বারে যেতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। কয়রা ও পাইকগাছার প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের কাছে বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে মানুষ মুখ ফিরিয়ে নেয়।’

আনোয়ার আলদীন আরও বলেন, ‘শুধু সৎ ও যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে দল। তাই সব প্রকার বিরোধ ও প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ কয়রা ও পাইকগাছায় সন্ত্রাস ও দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে। সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে। এখন কয়রাবাসী সেই দুঃশাসনের অবসান চায়।’

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে আনোয়ার আলদীন বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে কয়রা ও পাইকগাছায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করা হবে, সুন্দরবনকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ ও মাদ্রাসার জরাজীর্ণ অবস্থা সংস্কার করা হবে।’

সন্ধ্যায় কয়রার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আনোয়ার আলদীন। সেখানে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশের গণমাধ্যমে সেলফ সেন্সরশিপ চালু ছিল। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সাংবাদিকরা এখন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করবে। দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে কয়রার মাটি ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব।’

আনোয়ার আলদীনের এ সফরে তার সঙ্গে ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোমরেজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু ও আবু সাঈদ বিশ্বাস, পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আবদুল মজিদসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এর আগে কয়রায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেসক্লাব পরিদর্শন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহস্র প্রদীপ প্রজ্বালনে ঢাকেশ্বরী মন্দিরে দীপাবলি উদযাপিত

সেনাবাহিনীকে নয়, অপরাধীকে দায়ী করুন

শ্যামা পূজা পরিদর্শন করলেন প্রিন্স

চলন্ত অ্যাম্বুল্যান্সে আগুন

দীপাবলিতে জোবায়েদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনা

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান করবে : এসএম জাহাঙ্গীর

ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষের ঘটনার মূলহোতাসহ গ্রেপ্তার ১৭

নানা দাবিতে এইচএসসি উত্তীর্ণদের একাংশের আন্দোলনের ডাক

৭ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার 

পীর সাহেব মধুপুর / কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে গণবিস্ফোরণ ঘটবে

১০

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা : জড়িতদের নিয়ে যা বললেন বিএনপি নেতা

১১

‘বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়’

১২

বিমানবন্দরের আগুনে পুড়ল ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল

১৩

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১৪

বরগুনায় সওজ শ্রমিকদের তিন দিনব্যাপী কর্মসূচি

১৫

পুঁজিবাজারে যুক্ত হচ্ছে জেলা-উপজেলা প্রশাসন

১৬

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদলের বৈঠক

১৭

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বিভাগীয় কাবাডি চ্যাম্পিয়ন

১৮

টেকসই বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরাই আশার আলো : চসিক মেয়র

১৯

এস আলমের শতাধিক কোম্পানির ৫১৩ কোটি শেয়ার জব্দ

২০
X