কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে নামতে হবে : ফখরুল

একদফার যুগপৎ আন্দোলন ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির যৌথ সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
একদফার যুগপৎ আন্দোলন ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির যৌথ সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দানবীয় সরকারের হাত থেকে মুক্তি পেতে আর কাল বিলম্ব নয়, এখনই সবাইকে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে। আন্দোলনে এই সরকারকে বিদায় করতে হবে।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। একদফার যুগপৎ আন্দোলন ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই সমাবেশ হয়।

মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে বিরোধী দল তথা বিএনপির নেতারা যাতে অংশ নিতে না পারে, সেজন্য মিথ্যা মামলা দিয়ে তড়িঘড়ি করে সাজা দেওয়া হচ্ছে। কিন্তু মামলা ও সাজা দিয়ে এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে পেতে জনগণ আজ মাঠে নেমেছে সরকারের বিরুদ্ধে।

সরকার জনগণকে বোকা বানাতে চায় মন্তব্য করে তিনি বলেন, আজকে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, মানুষের ঘরে চাল নেই ডাল নেই তেল নেই। কিন্তু এই দিকে সরকারের কোনো খেয়াল নেই। সরকারের খেয়াল একটাই- কীভাবে ক্ষমতায় যেতে হবে, এই দেশকে শোষণ করতে হবে।

তিনি আরও বলেন, আজকে আমরা রাস্তায় নেমেছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। কারণ তারা পুরো রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে যেভাবে পারো বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দাও, দ্রুত সাজার ব্যবস্থা করো।

ফখরুল বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা সব এই ফ্যাসিস্ট সরকার ধ্বংস করেছে। এটা পরিষ্কার- এই সরকার রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই সরকারকে বলবো- অবিলম্বে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। কিন্তু তারা জানেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে তারা দশটি আসনও পাবেন না। এ কারণে তারা দলীয় সরকারের অধীনে অবৈধভাবে আবারও নির্বাচন করতে চায়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লর্ডসে শরফদৌল্লার ওপর যে কারণে ক্ষুব্ধ ভারতীয় অধিনায়ক গিল!

রেজাল্ট যা-ই হোক, স্বপ্ন দেখা বন্ধ করো না

সংগ্রাম, প্রত্যাবর্তন ও রাজত্ব : সাকিবকে ঘিরে ছোটবেলার বন্ধুর অনন্য গল্প

বিশ্ব জনসংখ্যা দিবস / তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে তৈরি হবে সুস্থ-সমৃদ্ধ বিশ্ব

জুলাই স্মরণে যাত্রাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা

ব্যবসায়ী হত্যা / যুবদলের ২ নেতাকে আজীবন বহিষ্কার, আইনি ব্যবস্থা নিতে আহ্বান

ইরানের কাছে অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম রয়েছে, আশঙ্কা ইসরায়েলের

মিটফোর্ডে ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

‘জাতির সংকটে আল মাহমুদের কবিতা মুক্তির পথনির্দেশ করেছে’

পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

১০

‘ভবিষ্যতের চলচ্চিত্র : বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার

১১

বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা মেলেনি

১২

পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যা : অস্ত্রসহ গ্রেপ্তার ৪

১৩

একই বিষয়ে বিদ্যালয়ের ৬৮ শিক্ষার্থী ফেল

১৪

‘হাসিনা সরকারের সহিংসতার সূচনা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে’

১৫

সাফল্য অক্ষুণ্ন রাখল তা’মীরুল মিল্লাত মাদ্রাসা

১৬

এনসিপির প্রতি ইশরাকের চ্যালেঞ্জ

১৭

বিএনপির ১১ নেতা বহিষ্কার

১৮

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির নতুন কমিটি 

১৯

সিলেট বিভাগের ১৯টি আসনের এমপি প্রার্থীর নাম ঘোষণা খেলাফত মজলিসের

২০
X