ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ সংগঠনের ভারপ্রাপ্ত সদস্য সচিব হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে মহানগর বিএনপি কার্যালয়ে গেলে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদকে সংগঠনের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন কারাগারে থাকায় লিটন মাহমুদ দক্ষিণের নতুন ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।
মন্তব্য করুন