

মাঠ প্রশাসনের বদলি পরিকল্পিত মন্তব্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি জানিয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে এ দাবি জানান তিনি।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু আয়োজনে ইসির মুখের কথার বাস্তবায়ন হলে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাসির উদ্দিন কমিশনের নাম।
তিনি আরও বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব।
জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, নির্বাচন কমিশন আচরণবিধি প্রতিপালনে সিদ্ধান্তহীনতায় ভুগছে।
মন্তব্য করুন