

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি। বহিষ্কৃতরা হলেন—কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ (জনি) এবং পঞ্চগড় জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিল।
মঙ্গলবার (২৫ নভেম্বর) এ বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন জেটেব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমিন আকন্দ।
সংগঠনের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মাহামুদুল হাসান গণমাধ্যমে বার্তা পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেটেবের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন