প্রধানমন্ত্রীর বিদেশে সম্পদের পরিমাণ কতো সেটা জনগণ জানতে চায় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে আমেরিকা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গেছে। তিনি জনগণ ও রাষ্ট্রের টাকা অবাধে ব্যাবহার করছেন। এজন্য তাকে একদিন হিসাব দিতে হবে।
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে এই সমাবেশ হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ এবং উত্তরের সদস্য সচিব মো. আমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব সৈয় মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, মত্স্যজীবী দলের মো. আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানীস বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কাদের গণি চৌধুরী, পেশাজীবী সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-এ্যাবের প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম, প্রকৌশলী মো. আইয়ুব হোসেন মুকুল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক আবুল কালাম সরকার প্রমুখ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু পিজি হাসপাতালে অসুস্থ হয়ে ভুগছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। অন্যদিকে রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে সাজা দিয়েছে। অথচ যে বাদী মামলা করেছিল তিনি মামলা প্রত্যাহার করলেও শেখ হাসিনার পুলিশ বাহিনী হুমকি ও ধমক দিয়ে জোর করে মামলা জারি রেখে এবং সেই মামলায় সাজা দেওয়ার চেষ্টা করছে। আজকে তাকে নিপীড়ন করছে। বাংলাদেশের ৪০টি জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি তো বন্দী। এভাবে একের পর এক অপরাধ করে যাচ্ছে।
রুহুল কবির রিজভী বলেন, এখন শেখ হাসিনার ভাগ যোগ নিয়ে কথা বললেই সেটা অপরাধ হয়ে যায়। যে ব্যক্তি গুম করে খুন করে, যে ব্যক্তি সুষ্ঠু নির্বাচন দেয় না, তার ওপর রাজনৈতিক চাপ দেওয়া যাবে না এটা কোন ধরনের কথা! আজকে রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি সহায়তা ও টাকা দিয়েছে আমেরিকা। কিন্তু শেখ হাসিনার অনেকগুলো ঘনিষ্ঠ বন্ধু দেশ আছে তারা কেউ দেয়নি।
তিনি বলেন, অথচ আমেরিকা দুই দশমিক দুই মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে ২০১৭ সাল থেকে। তারপর বাংলাদেশে করোনার সময় টিকা ও অর্থ দিয়ে যতগুলো দেশ সাহায্য করেছে তার এক নাম্বারে আমেরিকা। আর সেই আমেরিকা যদি সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলে, বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলে তখন শেখ হাসিনার ঘুম হারাম হয়ে যায়। আর শেখ হাসিনা ও তার লোকেরা বলে রাজনৈতিক চাপ দেওয়া হচ্ছে। এখন তো রাজনৈতিক সমস্যায় বড় সমস্যা। আপনি তো অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে চান না। আপনি রাতের অন্ধকারে নির্বাচন করেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী এতোদিন বলেছেন, আমার কেনো সম্পদ ও টাকা পয়সা নেই। এখন বলছেন আমেরিকায় জয়ের সম্পদ আছে ঘরবাড়ি আছে। কিন্তু কত টাকা বা কত টাকার সম্পদ প্রধানমন্ত্রী সেটা বলেননি।অথচ জনগণ সেটা জানতে চায়। প্রধানমন্ত্রীর মুখ থেকে এতোদিন পর সম্পদের কথা বেরিয়ে এসেছে। এখন বলুন সম্পদের পরিমাণ কতো?
তিনি আরও বলেন, আজকে দেশের মানুষ ডিম কিনতে পারে না। পিয়াজ কিনতে পারে না। মধ্যবিত্তরা চোখের পানি ফেলে। আর আপনি ১৬৭ জন দলীয় লোকদের নিয়ে আমেরিকা গেছেন। আপনি জনগণের ও রাষ্ট্রের টাকা অবাধে ব্যাবহার করছেন। এর হিসাব কিন্তু একদিন দিতে হবে। আপনি দেশনেত্রীকে বন্দী রেখে হিসাব না দিয়ে লুটপাট করে যাবেন। নেতাকর্মীদের বন্দী রেখে দেশ শাসন করবেন সেই দিন কিন্তু আর চলবেনা। আজকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে আপনার পতনের ঘন্টা বাজছে। দেশের মানুষ এখন আপনার পতনের সাইরেন শুনতে পাচ্ছেন। সুতরাং অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিন।
মন্তব্য করুন