ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আবারও একতরফা প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।
তিনি দাবি করে বলেন, জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে। তারা এ দেশে আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না। তারা এবার এই সরকারকে বিদায় দিবে। কারণ, এই দুঃশাসন ও অন্যায়ের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। চলমান জনসম্পৃক্ত আন্দোলনেই এই সরকারের পতন ঘটবে।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক ছাত্র বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ বাবলু।
সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা, দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ বন্ধ করা এবং ডাকসুসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ভাসানী ছাত্র পরিষদের উদ্যোগে এই ছাত্র বিক্ষোভ সমাবেশ হয়।
শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, যে দেশে ডাকসু ও ছাত্র সংসদ নির্বাচন হয় না, সেখানে গণতন্ত্র চর্চা হতে পারে না। ক্ষমতাসীনরা শিক্ষাঙ্গনে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই অবৈধ সরকারকে না হটানো পর্যন্ত দেশের শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত হবে না।
ছাত্র সমাবেশে সভাপতির বক্তব্যে ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক আহম্মদ শাকিল বলেন, শিক্ষাঙ্গনে আজকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ত্রাসের রাজত্ব কায়েম করেছে। শিক্ষাঙ্গনকে তাদের কবল থেকে মুক্ত করতে হবে। অন্যথায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চূড়ান্ত পরিণতির দিকে যাবে না।
ভাসানী ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক নাঈম প্রধানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, যুগ্ম আহ্বায়ক শ্রমিক নেতা বাবুল বিশ্বাস, ড. আবু ইউসুফ সেলিম, ভাসানী ছাত্র পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রুমান ইসলাম, উত্তরের সদস্য সচিব রাসেল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন