বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসা ঘিরে রেখেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ধানমন্ডিতে এ্যানির বাসা ঘিরে ফেলে বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
মিডিয়া সেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাত ২টার দিকে এ্যানির বাসায় পুলিশ হানা দিয়েছে। ফ্লাটের দরজা ভেঙে বাসার ভেতরে প্রবেশের চেষ্টা করছে। পুলিশ তাকে থানায় যেতে বলছে। মিডিয়া সেলের পক্ষ থেকে এই মুহূর্তে এর বেশি আর কিছু জানাতে পারেনি।
বাসায় এ্যানী ছাড়াও স্ত্রী, ছেলেসহ পরিবারের সদস্যরা রয়েছেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বাসা থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেছেন, ‘পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।’
মন্তব্য করুন