সাধারণ মানুষকে পুষ্টিহীন করে দুর্নীতিবাজ ও বাজার সিন্ডিকেটের সদস্যরা আঙুল ফুলে বটগাছ হচ্ছে বলে মন্তব্য করেছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম কবির এক বিবৃতিতে বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাসমূহ দুর্নীতি, মজুদদারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে জনসম্মুখে ব্যবস্থা নেওয়ার কথা বলে তলে তলে বাজার সিন্ডিকেটের সদস্যদের সঙ্গে আঁতাত করার কারণে ডিম-পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করে দেওয়ার পরেও উচ্চমূল্যে বিক্রি করছে। যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে প্রশাসনের নাকের ডগায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম দিয়ে ডিম-পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে জনগনকে কিনতে হচ্ছে। ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও কোন কাজে না আসা দুঃখ ও দুর্ভাগ্যজনক।
শহিদুল ইসলাম কবির বলেন, সরকারের মধ্যে থাকা দুর্নীতিবাজ ও সিন্ডিকেটের গডফাদারদের কারণে বাজারে অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কঠিন পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী রমজানে বাজার আরও অস্থিতিশীল হতে পারে।
তিনি আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্থিতিশীল পরিস্থিতিতে সাধারণ মানুষ মাসে একদিন মাছ, মাংস খাওয়া ছেড়ে দিয়ে সপ্তাহে একদিন ডিম খাওয়াও ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে। এমন অবস্থা চলতে থাকলে দেশের মানুষ অদূর ভবিষ্যতে পুষ্টিহীনতায় ভুগতে পারে।
মন্তব্য করুন