বর্তমান সরকার দেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
আজ শনিবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে জেএসডির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
স্বপন বলেন, দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সরকার দেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বে এই সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠন জরুরি। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠন, পুনরুজ্জীবন বা পুনঃনির্মাণ করার জন্য জাতীয় সরকার গঠন একমাত্র সমাধান। জাতীয় সরকার গঠনের মাধ্যমে সংবিধান, রাষ্ট্রক্ষমতা কাঠামো, নিপীড়নমূলক আইন-কানুন ও বিধিব্যবস্থা বাতিল করতে হবে। অনৈতিক, অবৈধ সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠন রাষ্ট্রের অস্তিত্বের প্রয়োজনেই অনিবার্য হয়ে পড়েছে।
সমাবেশে দলের জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব বলেন, বেআইনি, মিথ্যা ও প্রতারণার মাধ্যমে এই অবৈধ সরকার ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। দেশটাকে লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করার জন্য বর্তমান সরকারকে দায় বহন করতে হবে। অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে সরকার উন্নয়নের বয়ান দিয়ে যাচ্ছে। এখন দুঃশাসন ও একতরফা নির্বাচনের চক্রান্ত প্রতিহত করা, সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
জেএসডি ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেকের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাড. কে এম জাবির, এ কে এম মিজান উর রশিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম নিক্সন, মহানগর জেএসডি নেতা এস এম মনিরুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ।
পরে প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন