কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০২:১৪ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সবসময় জনগণের সঙ্গে প্রতারণা করছে : মির্জা ফখরুল

সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনাসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনাসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এমন একটা দল, যারা সবসময় জনগণের সঙ্গে প্রতারণা করছে। এরা প্রতারক দল, এদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, ‘নির্বাচনের তিন মাস পরে আবার সেই আওয়ামী লীগে ভোট দেওয়া লোকগুলোই বলে আগে জানলে ভাঙা নৌকায় উঠতাম না।’

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন। গণতন্ত্র রক্ষা ও একদফা দাবি আদায়ে মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির ভূমিকা-শীর্ষক এই সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এমনভাবে কথা বলে, দেশটা যেন তাদের পৈতৃক সম্পত্তি। তারা ভাবে, এটা আমার, তুমি আবার এর মধ্যে নাক গলাও কেন!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, তিনি (কাদের) শেষ বার্তা দিয়েছেন-আগামী নির্বাচনে প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন, তিনি আবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন। যদি জানেন আপনারা জয়ী হবেন এবং শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন, তবে ভোট করার দরকার কী?

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। এরা নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা বলে, জনগণকে এমনভাবে আকৃষ্ট করে, এরপর তারা ভোট দেয়। কিন্তু নির্বাচনের তিন মাস পর তাদের (আওয়ামী লীগ) সেই চিরাচরিত চরিত্র ফুটে ওঠে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বলে- নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নাকি আজিমপুর কবরস্থানে পাঠিয়ে দিয়ে কবর দেওয়া হয়েছে। যদি এই ব্যবস্থা কবরই দেবেন, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এত মানুষকে হত্যা করলেন কেন?

তিনি বলেন, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি তাতে দুর্ভাগ্যজনকভাবে একদলীয় অবস্থা প্রতিষ্ঠা হয়েছে। একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে বিশ্বাস করে না। আজ স্বাধীনতার ৫২ বছর পরও ভাবতে হয়- নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে। অথচ আমাদের আশপাশের দেশগুলোতে নির্বাচনী সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠা হয়েছে।

তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনো সময় আছে- সেফ এক্সিট নেন, পদত্যাগ করে সরে গিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন। নতুবা জনগণের আন্দোলনে আপনাদের করুণ পরিণতি ভোগ করতে হতে পারে।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন, বিকল্পধারার অধ্যাপক নুরুল আমিন বেপারী, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকার সফল হোক : তারেক রহমান

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

ভ্যানের ওপর গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন

সড়ক দুর্ঘটনার শিকার বিজয় দেবেরাকোন্ডা

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই'

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা

বোর্ডসভায় শৃঙ্খলা ফেরাতে নতুন নিয়ম চালু করলেন নবনির্বাচিত সভাপতি

নতুন দুই দিবস চালু সরকারের, একটি আজ

মুক্তির অপেক্ষায় দেবের ‘প্রজাপতি ২’

১০

কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক থাকুন

১১

মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে নিন কবে কখন ম্যাচ

১২

প্রবারণা পূর্ণিমার শোভাযাত্রায় ফানুস থেকে আগুন

১৩

প্রথম সপ্তাহে যা আয় করল ‘কান্তারা চ্যাপ্টার ১’

১৪

প্রজ্ঞাপন জারি / আইসিটিতে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে অংশ নেওয়া যাবে না নির্বাচনে

১৫

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৬

আজ দেশের সব শিল্পকলায় আবরার ফাহাদের প্রমাণ্যচিত্র প্রদর্শনী

১৭

স্বর্ণের দাম আকাশছোঁয়া, আসল কারণ কী

১৮

নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ আজ

১৯

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আজ

২০
X