আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়ে (আওয়ামী লীগ-বিএনপি-পুলিশ) আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। তাদের ওপর হামলার উপযুক্ত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সংঘর্ষের ঘটনায় আহত সাংবাদিকদের খোঁজখবর ও চিকিৎসা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকরা কী অপরাধ করল, তারা তো নিউজ কাভার করতে গেছে। তাদের ওপর কেন হামলা হলো। এটার উপযুক্ত বিচার আমরা নিশ্চিত করব।
হাছান মাহমুদ বলেন, যে নৃশংসতা দেখিয়েছে এটি ২০১৩-১৪ সালের নৃশংসতা ও অনেক ক্ষেত্রে সেটিকেও হার মানিয়েছে। তারা যেভাবে নৈরাজ্য করেছে, সেই নৈরাজ্যের হাত থেকে সাংবাদিকরাও রেহাই পায়নি। ২০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন। তাদের কয়েকজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন এবং অন্যান্য হাসপাতালেও চিকিৎসাধীন। এভাবে সাংবাদিকদের ওপর হামলা নিন্দনীয়। আমরা এটির তীব্র নিন্দা জানাই।
তথ্যমন্ত্রী বলেন, এর বাইরে ১৫০ জনের মতো পুলিশ সদস্য এবং অনেক সাধারণ মানুষও আহত হয়েছে। এক পুলিশ সদস্য মারা গেছে, তারপর তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, আমরা এটা দেখেছি। তার পরিবারের সদস্যরা এখানে রয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার ও দলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি।
আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে শনিবার রাজধানীর কয়েকটি স্থানে ত্রিমুখী সংঘর্ষে (আওয়ামী লীগ-বিএনপি-পুলিশ) বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। এতে দৈনিক কালবেলার অপরাধবিষয়ক প্রতিবেদক রাফসান জানি, মাল্টিমিডিয়া রিপোর্টার জনি রায়হান, আবু সালেহ মুসা, রবিউল ইসলাম রুবেল ও তৌহিদুল ইসলাম তারেক আহত হয়েছেন।
আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কালবেলার পাঁচজনসহ এদিন সংঘর্ষে বিভিন্ন গণমাধ্যমের অন্তত ৩০ জন সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন