কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

গদি রক্ষার শেষ চেষ্টা করছে সরকার : গণতন্ত্র মঞ্চ 

অবরোধ সমর্থনে বুধবার দুপুরে পুরানা পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। ছবি : কালবেলা
অবরোধ সমর্থনে বুধবার দুপুরে পুরানা পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। ছবি : কালবেলা

বিএনপিসহ সমমনা জোট ও দলগুলোর দেশব্যাপী তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আজ বুধবার (০৮ নভেম্বর) ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। অবরোধ সমর্থনে দুপুরে পুরানা পল্টন এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাক্কারুল ইসলাম নবাব, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।

সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, অবরোধের সমর্থনে রংপুরে গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে গতকাল (মঙ্গলবার) পুলিশ হামলা করেছে এবং গণসংহতি আলন্দোলনের রংপুর জেলার সদস্য সচিব ও জেলা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মোফাখারুল মুনকে গ্রেপ্তার করেছে। সমাবেশে ও গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের হামলা-গ্রেপ্তারে তীব্র নিন্দা ও ক্ষোভ জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, লক্ষ্মীপুরের উপ-নির্বাচনে ছাত্রলীগ নেতার ৫৭ সেকেন্ডে ৪৩ ভোট দেওয়ার ভিডিও মিডিয়াতে আসায় এটাই আবারও প্রমাণিত হয়েছে যে, ২০১৮ সালে সরকার যেমন রাতের বেলায় ভোট ডাকাতি করেছিল- এবার দিনের বেলাতেই ভোট ডাকাতির আয়োজন সুসম্পন্ন করেছে। সুতরাং এই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।

তারা বলেন, গত ২৯ অক্টোবর থেকে হরতাল-অবরোধ কর্মসূচিতে শান্তিপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের চূড়ান্ত অনাস্থা ব্যক্ত করেছে। দমন-পীড়নের মধ্য দিয়ে সরকার এখন গদি রক্ষার শেষ চেষ্টা করছে। কিন্তু এবার দেশের মানুষ এই সরকারকে বিদায় দিতে মরিয়া।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, অচিরেই গণআন্দোলন-গণঅভ্যুত্থানের পথে এই সরকার বিদায় হবে। নেতৃবৃন্দ চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন এগিয়ে নিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। আগামীকাল বৃহস্পতিবার অবরোধের শেষে বিকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নেতৃবৃন্দ।

গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ গতকাল (মঙ্গলবার) রাত ১২টায় রাজধানীর বাংলামোটরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ও গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের নেতা আরিফুল ইসলাম আরিফ এবং তার বন্ধু সৌভিক করিমের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধরা পড়ল ৪ মণ ওজনের দুই পাখি মাছ

জয়া বচ্চনের মন্তব্যে সরব পাপারাজ্জি মহল

মাদুরোকে তুলে নেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামের অবস্থা

গণতন্ত্রের সঙ্গে খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত : কবীর ভূঁইয়া

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে জাতিসংঘের মহাসচিবের উদ্বেগ

হানিয়ার বিয়ে নিয়ে যা বললেন জ্যোতিষী

দোয়ার মাধ্যমে শেষ হলো ৩ দিনব্যাপী খুরুজের জোড়

এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

মাদুরোকে ‘অপরাধীর মতো হাঁটিয়ে নেওয়ার’ ভিডিও প্রকাশ

ফার্মগেটে সড়ক অবরোধ

১০

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত

১১

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত অন্তত ৪০

১২

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৩

আজ আইসিসিকে চিঠি দেবে বিসিবি, থাকবে যেসব বিষয়

১৪

রোজ এক গ্লাস কমলার রস খাওয়ার যত উপকারিতা

১৫

জামিন পেলেন বৈষম্যবিরোধীর সেই নেতা

১৬

যেসব এলাকায় শৈত্যপ্রবাহ আরও বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১৭

বিশ্বকাপের জন্য এবার দল ঘোষণা করল ভারত-পাকিস্তানের প্রতিপক্ষ

১৮

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ

১৯

বিলাসবহুল হোটেল থেকে অস্কারজয়ী অভিনেতার মেয়ের লাশ উদ্ধার

২০
X