কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি ভিপি নুরের

অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখছেন সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি : কালবেলা
অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখছেন সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি : কালবেলা

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বুধবার (৮ নভেম্বর) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান তিনি।

সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের একদফা দাবিতে বিরোধী দলসমূহের ডাকা দেশব্যাপী তৃতীয় দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে পল্টন আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে গণঅধিকার পরিষদ। মিছিলটি পল্টন মোড়, নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের বলতে চাই, আপনাদের পাশে কেউ নেই। দেশের জনগণ আপনাদের পাশে নেই, বিদেশিরাও আপনাদের পাশে নেই। আপনাদের চাপাবাজি, ফাঁপরবাজি বেশিদিন টিকবে না। ভালো চাইলে আপনারা সময় থাকতে পদত্যাগ করুন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন।

তিনি আরও বলেন, পুলিশসহ সরকারি কর্মকর্তাদের বলবো- আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ, র‍্যাব গুম-খুনের সাথে জড়িত। আজকে গুটিকয়েক পুলিশ কর্মকর্তার জন্য দয়া করে আড়াই লক্ষ পুলিশকে কলঙ্কিত করবেন না, নিষেধাজ্ঞার মধ্যে ফেলবেন না।

ভিপি নুর বলেন, জনগণকে বলবো-গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে, চলবে। তপশিলের আগ পর্যন্ত আমরা সরকারের মতিগতি দেখবো। যদি তারা একতরফা নির্বাচনের পথে হাঁটে, তপশিলের পর থেকে আরও কঠোর আন্দোলন আসবে।

গণঅধিকার পরিষদের এই অংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, পুলিশের ভাইদের বলবো- কারও অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার অংশীদার না হয়ে জনগণের পাশে থাকুন। বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন অবশ্যই সফল হবে। গণঅধিকার পরিষদ হামলা-মামলা উপেক্ষা করে প্রতিটা আন্দোলনে রাজপথে আছে। যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণঅধিকার পরিষদ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে।

তিনি বলেন, সরকার আরেকটি পাতানো নির্বাচন করতে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করছে।অনতিবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাক হাসান আল মামুন, আনিসুর রহমান মুন্না, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক হেলেনা আক্তার, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনজাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি সাব্বির হোসেন, নাহিদ তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সুহেল রানা সম্পদসহ নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনির বিকল্প হিসেবে মধু খাওয়া কি ভালো? যা বলছে বিজ্ঞান

পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

খালেদা জিয়া ছিলেন জনগণের নেত্রী : খন্দকার আবু আশফাক

ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবে ইউআইইউ রানার্স আপ

বহিষ্কৃত খালেদা জিয়ার সাবেক উপদেষ্টাকে দলে ফেরাল বিএনপি

আপিলে বহাল জামায়াত প্রার্থীর মনোনয়ন, মিষ্টি বিতরণ

ডাবলু হত্যা আইনের প্রতি চরম অবমাননা : মির্জা ফখরুল

সুযোগ পেলেই আয়নায় চোখ রাখছেন? যে রোগের শিকার হতে পারেন

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান

গুলি করে ভাইরাল সেই সোহাগ গ্রেপ্তার

১০

জাপানে কবি কাজী নজরুল ইসলাম সেন্টারের কমিটি গঠন

১১

বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

১২

সংকটের মাঝেই বড় ধাক্কা, প্রধান কোচকে হারাল ঢাকা ক্যাপিটালস

১৩

ইরান ইস্যুতে মালালার স্ট্যাটাস, কার পক্ষ নিলেন

১৪

নোবেল বিজয়ীর দাবি / ইরানে লিথ্যাল উইপনের গুলিতে ১২ হাজার বিক্ষোভকারী নিহত

১৫

চট্টগ্রাম বন্দরে ৯ ‘জুলাই যোদ্ধার’ নিয়োগ নিয়ে সমালোচনা

১৬

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের আড়ালে গণহত্যা চলছে : নোবেল বিজয়ীর অভিযোগ

১৭

একাত্তরের পরম বন্ধুদের কথা : ভালোবাসায় বাড়ানো হাত

১৮

অবশেষে মুখ খুললেন তাহসান

১৯

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

২০
X