বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ নভেম্বর) আড়াইটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
তিনি এ ঘটনার নিন্দা এবং অবিলম্বে এহসানুল হুদাকে ছেড়ে দিয়ে জনসমক্ষে হাজির করতে আহ্বান জানান।
প্রসঙ্গত, আজ শনিবার বিকেলে ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ১২ দলীয় জোটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মন্তব্য করুন