আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা দেশব্যাপী চতুর্থ দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে আজ রোববার (১২ নভেম্বর) প্রথম দিনে রাজধানীর পাঁচটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল।
যাত্রাবাড়ীর মীরহাজীবাগ, সায়েদাবাদ রেলগেট, চকবাজার উর্দু রোড, সবুজবাগ বনশ্রী থেকে খিলগাঁও রোড এবং ধানমন্ডিতে পৃথকভাবে এসব মিছিল হয়।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার এসব মিছিলে নেতৃত্ব দেন।
মিছিলগুলোতে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, সহসভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ নেতারা।
মন্তব্য করুন