একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির দেশব্যাপী চতুর্থ দফায় দুদিনের অবরোধের প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
অবরোধ সফল করতে রোববার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিজয়নগর পানির ট্যাংকি মোড় থেকে পুরানা পল্টন পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়।
মিছিলে প্রধান সমন্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাফি ইসলাম।
এ ছাড়া মহানগর পূর্ব ছাত্রদলের সমন্বয়ক নাইম আবেদীন, ভারপ্রাপ্ত সদস্যসচিব সোহাগ ভুইয়া, যুগ্ম আহ্বায়ক হান্নান মজুমদার, বাপ্পি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক নাজমুস সাকিব ও শামিম শুভ, শাহবাগ থানার আহ্বায়ক শিবলি,সদস্য সচিব সাদ্দাম,যুগ্ম আহ্বায়ক জাহিদুল, রমনা থানা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল, সিদ্ধেশ্বরী কলেজের আহ্বায়ক সোহেল, নিউমার্কেট থানার আহ্বায়ক নাইমুল, হাজারীবাগের সদস্য সচিব রফিক, কলাবাগান থানার সদস্য সচিব রবিন, টিচার্স ট্রেনিং কলেজ এর আহ্বায়ক রিয়াদ, সদস্য সচিব ইব্রাহিম, ধানমণ্ডি থানার যুগ্ম আহ্বায়ক রাব্বিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন