তিন জেলায় বিএনপির সভাপতি পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। গাইবান্ধা, হবিগঞ্জ ও সাতক্ষীরা জেলায় এ দায়িত্ব দেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে রিজভী বলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল হাসিম বিদেশে অবস্থান করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোছাম্মত শাম্মী আক্তারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ ছাড়া সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বলেও জানান রিজভী।
মন্তব্য করুন