তপশিল ঘোষণার প্রতিবাদে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। ১৯ ও ২০ নভেম্বর এই কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় তপশিলের প্রতিবাদে মিছিল শেষে কর্মসূচি ঘোষণা করেন নুরুল হক নুর।
নুর বলেন, অবৈধ তপশিলের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ শুরু হয়ে গেছে। এই সরকারকে কোনোভাবেই আরেকটি পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না। তারই প্রতিবাদে আগামী ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে।
এ সময়, গণঅধিকার পরিষদ দলমত নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে ৪৮ ঘণ্টা হরতাল পালনের আহ্বান জানায়।
মন্তব্য করুন