দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সফল করতে রাজধানীর গ্রিন রোডে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রোববার (১৯ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে মিছিল হয়। এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, কামরুজ্জামান বিপ্লব, সহসভাপতি সরদার মো. নুরুজ্জামান, ড. মফিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী মোক্তার হোসেন, জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল, সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলাম, আসাদুজ্জামান আসাদ, আবু মাসুম ভুঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম তপু, সফি মাহমুদ জুয়েল, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দীপু, সহ সমাজসেবা সম্পাদক পলাশ, সহ কৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহআপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা, কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, মোবারক মিতুল, তুহিন সরকার, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সহদপ্তর সম্পাদক তানভীর কবির শৈবাল, স্বেচ্ছাসেবক দল নেতা নুরে আলম হবি, মাসুদ রানা তুষার, সাঈদ, কায়েস প্রমুখ নেতারা।
মন্তব্য করুন