মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। চার দিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। এই হিসাব অনুযায়ী, গত জাতীয় নির্বাচনের তুলনায় আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি প্রায় ১৭ শতাংশ কমেছে।
এবারের মনোনয়ন ফরম বিক্রি হওয়ার তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। মনোনয়ন ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মোট ৪ হাজার ৩৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিটি ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। এবার তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়। গত নির্বাচনে বেশি ফরম বিক্রি হলেও আয় বেশি হয়েছে এবার।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গত ১৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু হয়। আজ ২১ নভেম্বর ফরম বিক্রির কাজ শেষ হয়েছে।
মন্তব্য করুন