আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বিক্রির ঘোষণা দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। আগামীকাল বুধবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে দলটি। চলবে ২৫ নভেম্বর শনিবার পর্যন্ত।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকল্পধারা বাংলাদেশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের উদ্ধৃতি দিয়ে দলটির দপ্তর সম্পাদক ও গবেষণা সমন্বয়ক মো. ওয়াসিমুল ইসলাম জানান, দলের নির্বাচনী মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। চলবে ২৫ নভেম্বর শনিবার বিকেল ৩টা পর্যন্ত।
মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমা শেষে শনিবার বিকেল ৪টা থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
এর আগে (৩ নভেম্বর) শুক্রবার বিকল্পধারার মধ্যবাড্ডার দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকের পর জানানো হয়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।
সভায় দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, বিকল্পধারা একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
মন্তব্য করুন