কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৬:৩৫ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ
১৭৩৭ মনোনয়ন ফরম বিক্রি

চার দিনে কত আয় করল জাপা?

জাতীয় পার্টির লোগো। গ্রাফিক্স : কালবেলা
জাতীয় পার্টির লোগো। গ্রাফিক্স : কালবেলা

চার দিনে এক হাজার ৭৩৭টি মনোনয়ন ফরম বিক্রি করে পাঁচ কোটি ২১ লাখ টাকার বেশি আয় করেছে বিরোধী দল জাতীয় পার্টি। মনোনয়পত্র সংগ্রহের সময় একদিন বাড়িয়ে আজ শুক্রবার পর্যন্ত করা হয়েছে। এদিকে আজ থেকেই দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হবে। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই জানিয়ে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, জি এম কাদেরের নেতৃত্বে দল ঐক্যবন্ধ আছে।

তিনি বলেন, রওশন এরশাদ আমাদের প্রধান পৃষ্ঠপোষক ও সম্মানের পাত্র। তিনি নির্বাচন করলে তার জন্য আমরা সব ধরনের সহায়তা অব্যাহত রাখব। তিনি ২০ নভেম্বর ফোন করে মনোনয়ন ফরম নেওয়ার কথা বলেছেন, লোক পাঠালেই আমরা তার মনোনয়ন ফরম দিয়ে দেব।

জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, দলীয় সিদ্ধান্তেই জাপা নির্বাচনে যাচ্ছে। আমরা নিরপেক্ষ ভোটের একটি পরিবেশ চেয়েছি। নির্বাচন কমিশন ও সরকারের বিভিন্ন মহল আমাদের আশ্বস্ত করেছে নির্বাচন সুষ্ঠু হবে।

তারা বলেছে, যে কোনো মূল্যেই নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখবে। ভোটাররা কেন্দ্রে এসে অবাধে ভোট দিতে পারবেন। এই আশ্বাসের জন্যই আমাদের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণায় দেরি হয়েছে।

বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, তিনশো আসনেই নিজস্ব প্রতীক নিয়ে আমরা নির্বাচন করব। কারণ, কোনো জোটে যেতে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দেইনি। রাজনীতিতে বিভিন্ন কৌশল থাকে। আমরা আমাদের নিজস্ব কৌশল নিয়ে এগিয়ে যাবো।

তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে পারলে জাতীয় পার্টি দেশে বেকারত্ব দূর করবে, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখবে, সুশাসন দিবে, কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করবে, দুর্নীতি দূর করবে, সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করবে।

নির্বাচী প্রতিশ্রুতি হিসেবে তিনি আরও বলেন, আমরা নির্বাচিত হলে নির্বাচনী ব্যবস্থা পরিবর্তন করে আনুপাতিক হারে নির্বাচনের পদ্ধতি বাস্তবায়ন করব। জাপা চায় নির্বাচনকালীন সময়ে কেউ অনিয়ম করলে ইসি যেন তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারে। নির্বাচন কমিশন যেভাবে সিডিউল ঘোষণা করেছে, তাতে সংলাপের সুযোগ আছে। সবাই এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসতে পারবে বলেও মনে করেন তিনি।

এক হাজার ৭৩৭টি মনোনয়পত্র বিক্রি

চার দিনে ১ হাজার ৭৩৭টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় পার্টি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি এবং ২৩ নভেম্বর ২২৭টি মনোনয়ন ফরম কিনেছেন প্রার্থীরা। মনোনয়ন ফরম বিক্রি করে দলটি আয় করেছে ৫ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা।

শুক্রবারও বিক্রি হবে মনোনয়নপত্র

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণের কার্যক্রম আজ শুক্রবারও চলবে। সেই সাথে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বনানীস্থ কার্যালয় থেকে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হবে। সাক্ষাৎকারের সময়সূচি, ২৪ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় রংপুর বিভাগ ও বিকাল ৩টায় রাজশাহী বিভাগ। ২৫ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ। ২৬ নভেম্বর রবিবার সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ। এই সময়ে মনোনয়নপ্রত্যাশীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির খানের গোপন সন্তান থাকার অভিযোগ ভাই ফয়সালের

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৫৭৬৫ জন

শিল্পাকে বিয়ে করতে কঠিন শর্ত মানেন রাজ

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা

ভারতে আ.লীগের রাজনৈতিক অফিস চালু নিয়ে কড়া অবস্থানে সরকার

সাতক্ষীরায় জেল পলাতক ১১ মামলার আসামি গ্রেপ্তার

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

শিল্টনের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

১০

জানা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারার কারণ

১১

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? হতে পারে যেসব বিপদ

১২

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

১৩

বৈদেশিক কর্মসংস্থানের নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন

১৪

পাথরকাণ্ডে দুদকের তালিকায় সেই মোকাররিম

১৫

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৬

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সেই মাহিন সরকারসহ প্রার্থী হলেন যারা

১৭

জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

১৮

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

১৯

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

২০
X