কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এক অমানবিক পরিস্থিতি তৈরি করা হয়েছে : ভিপি নুর

অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা
অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। ছবি : কালবেলা

তপশিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা সপ্তম দফা কর্মসূচির ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

রোববার (২৬ নভেম্বর) পুরানা পল্টন সংলগ্ন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু করে পল্টন মোড়, নাইটিংগেল মোড় বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগের নেতারা পুলিশ দিয়ে গ্রামে, পাড়া-মহল্লায় বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিরোধীদের গ্রেপ্তার করাচ্ছে। বাবাকে না পেয়ে সন্তানকে, বড় ভাইকে না পেয়ে ভাইকে তুলে নিয়ে যাচ্ছে। এক অমানবিক পরিস্থিতি তৈরি করছে। ২৮ অক্টোবরের পর বিরোধী দলসমূহের প্রায় ২০ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। পাতানো নির্বাচনের মাধ্যমে ফের সরকার গঠনের চেষ্টা চলছে। দেশের জনগণ তা মেনে নিবে না।’

তিনি বলেন, ‘জনগণকে বলব আপনারা রাস্তায় নামুন। আমাদের আন্দোলন চলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। এই নির্বাচন শুধু ভোটের বিষয় না। এটা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, অস্তিত্ব রক্ষার আন্দোলন। আমাদের পিছু হঠার সুযোগ নাই। সিইসির উদ্দেশে বলব- একতরফা প্রহসনের নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করুন। অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। প্রধানমন্ত্রীকে বলব, আপনি রাজনৈতিক দলগুলোকে ডাকুন, সংলাপে বসুন। একতরফা নির্বাচন করে দেশকে বাকশালের দিকে নিবেন না। একতরফা নির্বাচন জনগণ মানবে না।’

গণঅধিকার পরিষদের এই অংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ‘একটি একতরফা নির্বাচনের পরিণতি কখনওই ভালো হয় না। একতরফা নির্বাচন সংকট ও সহিংসতা বাড়াবে, যার দায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিতে হবে।’

মিছিলে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান,শহিদুল ইসলাম ফাহিম,ফাতেমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, জিলু খান,আনিসুর রহমান, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম,যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন,সাধারণ সম্পাদক নাদিম হাসান,সাংগঠনিক সম্পাদক মুনজাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ওপর হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল : ট্রাম্প

রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ, পাবেন একাধিক সুবিধা

প্রেমিকার উপস্থিতিতে প্রেমিকের কাণ্ড

রাজধানীতে আজ কোথায় কী

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ক্লু পাচ্ছে না পুলিশ

১০

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

১১

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

১২

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

১৩

এক মাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

১৪

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

১৫

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

১৬

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

১৭

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

১৮

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

১৯

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছন্নতা অভিযান

২০
X