কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০১:০৭ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘন করায় নুর উদ্দিন চৌধুরীকে শোকজ

সংসদ সদস্য পদপ্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন। পুরোনো ছবি
সংসদ সদস্য পদপ্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন। পুরোনো ছবি

লক্ষ্মীপুর-২ আসনে আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

নির্বাচনী এলাকা-২৭৫, লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচনী অনুসদ্ধানীর কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভুইয়া বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই আদেশ দিয়েছেন। তাকে রোববার (৩ ডিসেম্বর) অনসুন্ধান কমিটির কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে প্রেক্ষিতে আপনাকে জানানো যাইতেছে যে, আপনি জনাব নুর উদ্দিন চৌধুরী নয়ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকার নম্বর-২৭৫ লক্ষ্মীপুর-২, আসনের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী। বিগত ২৯/১১/২৩ তারিখ অনলাইন পত্রিকা 'বাংলা নিউজ' এ প্রকাশিত সংবাদ নিম্ন স্বাক্ষরকারীর দৃষ্টিগোচর হয়। সংবাদপত্রে উল্লেখ করা হয় যে, ২৭/১১/২৩ সোমবার লক্ষ্মীপুর-২ রায়পুর/সদর (আংশিক) আসনে মনোনয়নপ্রাপ্তি উপলক্ষে মোটর শোভাযাত্রা হয়েছে এবং লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও নৌকার মনোনয়ন নিয়ে আসা নুর উদ্দিন চৌধুরী নয়ন আপনার পক্ষে ও আপনাকে বরণ করতে বেশ কয়েকটি মাইক্রোবাস ও দুই শতাধিক মোটরসাইকেল লক্ষ্মীপুর শহর থেকে রায়পুর শহরে যায়। ট্রাকের মধ্যে সাউন্ডবক্সের মাধ্যমে গান-বাজনা চালানো হয়। দুপুর ১২টার দিকে আপনি রায়পুর শহরের আসেন। সেখানে আপনাকে বরণ করে নেওয়া হয়। তখন সড়কে জনসাধারণের যান চলাচল বন্ধ থাকে। আপনার পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে আনন্দ মিছিল করে নেতাকর্মীরা। পরে রায়পুর শহরে থাকা উপজেলা আওয়ামী লীগের অফিসে আপনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। আপনার সংসদীয় আসনের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চান। শোভাযাত্রাতে উচ্চ শব্দে গান-বাজনা চালানো হয়।’

আরও বলা হয়, ‘পত্রিকায় প্রকাশিত এ সংবাদ সত্য হলে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। ভবিষ্যতে এ ধরনের নির্বাচন পূর্ব অনিয়ম সংঘটিত না হওয়ার বিষয়ে আপনার কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো এবং পত্রিকায় প্রকাশিত সংবাদ বিষয়ে তদন্ত করে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবেনা তৎমর্মে আগামী ০৩/১২/২৩ তারিখের মধ্যে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।’

জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি। সে হিসাবে ১৫ ডিসেম্বরের আগে কেউই নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুমের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়: মাহিয়া মাহি

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

আসবাবের যেসব রং ঘরকে সুন্দর ও আরামদায়ক দেখাবে

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

রাত হলেই শিশুপার্কটি হয়ে ওঠে মাদকের আড্ডাখানা

অপেক্ষা বাড়ছে বাংলাদেশের, দরকার ২ উইকেট

আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, বদলি কে

নদীগর্ভে বিলীন সড়ক, ৩ জেলার যোগাযোগে দুর্ভোগ

১০

অসৎ লোককে নির্বাচিত করলে কপালে ভোগান্তিই আসবে : দুদক চেয়ারম্যান

১১

বড় আকারের ভূমিকম্প মোকাবিলা নিয়ে উদ্বেগ স্বরাষ্ট্র উপদেষ্টার

১২

দুই দিনে টেস্ট জিতে বড় ‘বিপদে’ অস্ট্রেলিয়া

১৩

রক্ত পরীক্ষা ছাড়াই যেভাবে বুঝবেন লিভার ঠিক আছে কি না

১৪

৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

১৫

বিসিবি থেকে বড় সুখবর পেলেন তাসকিন-মুস্তাফিজ

১৬

শেষ হলো জলবায়ু সম্মেলন, ফলাফল কী

১৭

শেখ হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরানোর নির্দেশ 

১৮

সাত পদের ৫টিতে বিএনপির জয়

১৯

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

২০
X