সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দল থেকে নিজের বহিষ্কার হওয়া নিয়ে মুখ খুললেন সৈয়দ ইবরাহিম

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ছবি : সংগৃহীত
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ কল্যাণ পার্টির নতুন কমিটি গঠন ও দল থেকে তাকে বহিষ্কারের বিষয়ে মুখ খুললেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। নির্বাচনে যাওয়া নিয়েও কথা বলেছেন তিনি।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আমি জানতে পারলাম কতিপয় ব্যক্তি কল্যাণ পার্টির নাম ভাঙিয়ে, কল্যাণ পার্টির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি সাজিয়ে বিভিন্ন মিডিয়াতে পাঠিয়েছেন। সাংবাদিকদের মাধ্যমে আমি জানতে পারলাম, কল্যাণ পার্টির কতিপয় ব্যক্তি নাকি আমাকে কল্যাণ পার্টি থেকে বহিষ্কার করেছে। কল্যাণ পার্টির প্যাড বানানো মহা কঠিন কাজ না। এটা যে কেউ বানাতেই পারে। কল্যাণ পার্টির নির্বাহী সদস্যদের নাম তারা তালিকা ধরে ধরে টাইপ করতেই পারে। তাদের স্বাক্ষরবিহীন বিবৃতি গ্রহণযোগ্য হবে কিনা এটা আপরাই বিবেচনা করবেন।

সোমবার (১১ ডিসেম্বর) কল্যাণ পার্টির কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সৈয়দ ইবরাহিম বলেন, তারা গঠনতন্ত্রবিহীন একটা বিবৃতি দিয়েছে। আমি দুঃখের সাথে বলছি, আমার কিছু সাবেক সহকর্মী বিভ্রান্ত হয়ে এই বিবৃতি দিয়েছে। তাদের বাক্যগুলো শুদ্ধ হয়নি, ব্যাকরণ সঠিক হয়নি, বক্তব্যটাও ঠিক নেই। যাদের নাম দেওয়া হয়েছে তারা এটা জানেও না। তাদের অনেকেই আমাকে জানিয়েছেন, ‘এটা আমরা জানি না।’ আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেব না। তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব।

তিনি বলেন, আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলের মধ্যে কেউ কেউ থাকতেই পারেন যারা নির্বাচনে যাওয়ার বিষয়টা পছন্দ করেননি। এটা থাকতেই পারে, আমরা তাদের স্যালুট জানাই। তাদের আলাদা মত থাকতেই পারে। তাদের প্রতি আহ্বান, কল্যাণ পার্টি ভালো না লাগলে অন্য কোথাও চলে যান।

তিনি আরও বলেন, যারা নতুন কমিটি করেছেন তাদের মধ্যে বেশিরভাগ নামই আমাদের আগের কমিটিতে আছে। তাদের অনেকেই আমাকে জানিয়েছেন, তারা এই কর্মের সাথে জড়িত না। তাদের অনুমতি না নিয়েই এখানে তাদের নাম যুক্ত করা হয়েছে। তাদের মধ্যে আলাদা একটা বলয় আছে। তাদের কিছুসংখ্যক দণ্ডিত অপরাধী আছেন। আমি আইনের আশ্রয় নিলে তারা দণ্ড ভোগ করা শুরু করে দেবেন।

প্রসঙ্গত, কল্যাণ পার্টির চেয়ারম্যান পদ থেকে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে বহিষ্কার করে একাংশ দলটির নতুন কমিটি গঠনের কথা জানায় গত রোববার (১০ ডিসেম্বর)। তাতে দলের ভাইস চেয়ারম্যান শামছুদ্দিন পারভেজকে নতুন কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

জাল টাকার নোটসহ আটক ২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

১০

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

১১

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

১২

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

১৩

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

১৪

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

১৫

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

১৬

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

১৭

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

১৮

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

১৯

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

২০
X