কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দল থেকে নিজের বহিষ্কার হওয়া নিয়ে মুখ খুললেন সৈয়দ ইবরাহিম

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ছবি : সংগৃহীত
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ কল্যাণ পার্টির নতুন কমিটি গঠন ও দল থেকে তাকে বহিষ্কারের বিষয়ে মুখ খুললেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। নির্বাচনে যাওয়া নিয়েও কথা বলেছেন তিনি।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আমি জানতে পারলাম কতিপয় ব্যক্তি কল্যাণ পার্টির নাম ভাঙিয়ে, কল্যাণ পার্টির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি সাজিয়ে বিভিন্ন মিডিয়াতে পাঠিয়েছেন। সাংবাদিকদের মাধ্যমে আমি জানতে পারলাম, কল্যাণ পার্টির কতিপয় ব্যক্তি নাকি আমাকে কল্যাণ পার্টি থেকে বহিষ্কার করেছে। কল্যাণ পার্টির প্যাড বানানো মহা কঠিন কাজ না। এটা যে কেউ বানাতেই পারে। কল্যাণ পার্টির নির্বাহী সদস্যদের নাম তারা তালিকা ধরে ধরে টাইপ করতেই পারে। তাদের স্বাক্ষরবিহীন বিবৃতি গ্রহণযোগ্য হবে কিনা এটা আপরাই বিবেচনা করবেন।

সোমবার (১১ ডিসেম্বর) কল্যাণ পার্টির কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সৈয়দ ইবরাহিম বলেন, তারা গঠনতন্ত্রবিহীন একটা বিবৃতি দিয়েছে। আমি দুঃখের সাথে বলছি, আমার কিছু সাবেক সহকর্মী বিভ্রান্ত হয়ে এই বিবৃতি দিয়েছে। তাদের বাক্যগুলো শুদ্ধ হয়নি, ব্যাকরণ সঠিক হয়নি, বক্তব্যটাও ঠিক নেই। যাদের নাম দেওয়া হয়েছে তারা এটা জানেও না। তাদের অনেকেই আমাকে জানিয়েছেন, ‘এটা আমরা জানি না।’ আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেব না। তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব।

তিনি বলেন, আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলের মধ্যে কেউ কেউ থাকতেই পারেন যারা নির্বাচনে যাওয়ার বিষয়টা পছন্দ করেননি। এটা থাকতেই পারে, আমরা তাদের স্যালুট জানাই। তাদের আলাদা মত থাকতেই পারে। তাদের প্রতি আহ্বান, কল্যাণ পার্টি ভালো না লাগলে অন্য কোথাও চলে যান।

তিনি আরও বলেন, যারা নতুন কমিটি করেছেন তাদের মধ্যে বেশিরভাগ নামই আমাদের আগের কমিটিতে আছে। তাদের অনেকেই আমাকে জানিয়েছেন, তারা এই কর্মের সাথে জড়িত না। তাদের অনুমতি না নিয়েই এখানে তাদের নাম যুক্ত করা হয়েছে। তাদের মধ্যে আলাদা একটা বলয় আছে। তাদের কিছুসংখ্যক দণ্ডিত অপরাধী আছেন। আমি আইনের আশ্রয় নিলে তারা দণ্ড ভোগ করা শুরু করে দেবেন।

প্রসঙ্গত, কল্যাণ পার্টির চেয়ারম্যান পদ থেকে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে বহিষ্কার করে একাংশ দলটির নতুন কমিটি গঠনের কথা জানায় গত রোববার (১০ ডিসেম্বর)। তাতে দলের ভাইস চেয়ারম্যান শামছুদ্দিন পারভেজকে নতুন কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ি থামিয়ে হামিমকে ডেকে কী কথা বললেন তারেক রহমান

দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

বাংলাদেশের ম্যাচ ঘিরে অচলাবস্থা, নতুন যে বিকল্প ভাবছে আইসিসি

জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, অংশ নিতে পারবেন না নির্বাচনে

সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

বিকেলে ঢাকায় পৌঁছাবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

বিএনপির যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন

আইনজীবী আলিফ হত্যার পলাতক আসামি গণেশ গ্রেপ্তার

হৃতিকের জন্মদিনে ব্যতিক্রমী পুনর্মিলন 

১০

ইরানের নেতারা ফোন করেছেন, তারা বৈঠকে বসতে চায় : ট্রাম্প

১১

ইরানের বিরুদ্ধে শক্তিশালী বিকল্প বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী : ট্রাম্প

১২

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত

১৩

আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

ভোট এলেই প্রতিশ্রুতি, হয় না সমাধান

১৫

সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার গল্প নিয়ে ছোট্ট সিনেমা ‘মা মনি’

১৬

জামায়াত আমিরের সঙ্গে যে আলোচনা হলো চীনা রাষ্ট্রদূতের

১৭

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৮

শীতেও স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে যা খাবেন

১৯

বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী গ্রেপ্তার

২০
X