কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৩ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

একতরফা নির্বাচন জনগণ রুখে দেবে : গণতন্ত্র মঞ্চ

অবরোধের প্রথম দিনে রাজধানীর বিজয়নগরে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। ছবি : কালবেলা
অবরোধের প্রথম দিনে রাজধানীর বিজয়নগরে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। ছবি : কালবেলা

সরকার ও নির্বাচন কমিশনের একতরফা নির্বাচনের নীলনকশা জনগণ রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে গণতন্ত্র মঞ্চ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, সরকার মানুষের সামনে তামাশা বানাতে চায়, নাটক দেখাতে চায়। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করার নামে নাটক-তামাশা করছে। বাংলাদেশের মানুষ এই নাটক-তামাশা হতে দেবে না। দেশের মানুষ এই তথাকথিত নির্বাচন গ্রহণ করে না, নীলনকশার নির্বাচন রুখে দেবে।

সাকি বলেন, নির্বাচন কমিশনের বিভিন্ন জেলা অফিস কতগুলো মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। দেখলে মনে হবে ইসি বেশ স্বাধীনভাবে নির্বাচন করছে। আবার দেখা গেল কি? নির্বাচন কমিশন ঘুরে সমঝোতা করে আবার সব মনোয়নপত্র বৈধ করা হলো। এই যে মনোনয়নপত্র বাতিল আবার মনোনয়নপত্র বৈধ করার যে তামাশা হচ্ছে তা জনগণের কাজে আজকে পরিষ্কার হয়ে গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আপনি বলেছেন, কেউ হামলা করলে না কি মামলা হবে, গ্রেপ্তার হবে, শাস্তি হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিরোধী দল কোনো হামলা করছে না, হামলা করছে এদেশের পুলিশ বাহিনী আর তার গুণ্ডা বাহিনী।

বাংলাদেশে এখন বড় সমস্যা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস- মন্তব্য করে জোনায়েদ সাকি বলেন, জনগণের ট্যাক্সের পয়সায় যারা জনগণের নিরাপত্তা দেওয়ার কথা আজকে এই ফ্যাসিস্ট সরকার তাদের নিয়ে ফ্যাসিস্ট রাষ্ট্র বানিয়ে তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এসব শাসন টিকবে না।

সরকার পদত্যাগের একদফা দাবিতে গণতন্ত্র মঞ্চসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টা দেশব্যাপী অবরোধের প্রথম দিনে সকালে গণতন্ত্র মঞ্চ রাজধানীর বিজয়নগর সড়কে মিছিল করে এবং পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির অ্যাডভোকেট ফরহাদ হোসেন বেলাল, নাগরিক ঐক্যের মোফাখখারুল ইসলাম নবাব, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলোপাতারি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দামে কাঁচামাল

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১০

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১১

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১২

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১৩

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৪

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৫

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৬

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৭

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৮

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১৯

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

২০
X