

রেললাইন উপড়ে ফেলা, রেলের ফিশপ্লেট খুলে ফেলা এবং ট্রেনের বগিতে আগুনবোমা নিক্ষেপের মাধ্যমে বিএনপির সন্ত্রাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।
গত বুধবার (১৩ ডিসেম্বর) তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা বলেন তিনি। জয় লিখেন, আরেকটি লক্ষ্য ছিল জনগণকে তাদের ব্যালট ব্যবহার থেকে বিরত রাখা। খবর বাসসের।
বুধবার গাজীপুরে সংঘটিত ভয়াবহ নাশকতার ঘটনার বর্ণনা দিয়ে তিনি লিখেছেন, ‘ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা তাদের জন্য পুরোপুরি অজান্তেই যে বিপদ অপেক্ষা করছে সেই গন্তব্যে যাচ্ছিলেন।
জয় বলেন, বিএনপি কর্মীরা তাদের চলমান অবরোধের সমর্থনে রাতের কোনো এক সময় গাজীপুরে রেললাইন গ্যাস কাটার দিয়ে কেটে ফেলেছে, যা এটি একটি ভয়ঙ্কর চক্রান্তের নিছক বহিঃপ্রকাশ।
তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে এক যাত্রী নিহতসহ বহু যাত্রী আহত হয়- যা অবরোধ অমান্য করায় জনজীবনের জন্য একটি কঠিন মূল্য।
মন্তব্য করুন