সরকার পদত্যাগের একদফা দাবিতে হরতাল সফলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তর আওতাধীন উত্তরা জোনের উদ্যোগে এ মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের ১নং কেন্দ্রীয় সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, বিমানবন্দর থানার সাবেক আহ্বায়ক মনসুর আহমেদ মাসুম, উত্তরা পূর্ব থানার আহ্বায়ক মো. শহিদুল হক, উত্তরা পশ্চিম থানার সদস্য সচিব মো. হানিফ মিয়া, দক্ষিণখান থানার সদস্য সচিব আবুল বাশার বাদশা, উত্তরা পূর্বথানার সদস্য সচিব মো. রিপন বেপারি, উত্তরখান থানার সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম তানজিমসহ স্থানীয় নেতারা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ফখরুল ইসলাম রবিন বলেন, ১ দফা দাবি আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তারেক রহমানের নির্দেশে রাজপথে থেকে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত ইনশাআল্লাহ।
মন্তব্য করুন