নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০১:২০ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

নন্দীগ্রামে বিএনপির মশাল মিছিলে পুলিশের ধাওয়া, আটক ১

আটক ভটভটি চালক সিদ্দিকুর রহমান সিদ্দিক। ছবি : কালবেলা
আটক ভটভটি চালক সিদ্দিকুর রহমান সিদ্দিক। ছবি : কালবেলা

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির হরতাল সমর্থনে মহাসড়কে মশাল মিছিলে করেছে। মিছিলে পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পুলিশ। অটক হওয়া ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান সিদ্দিক (৪৮)।

পুলিশের দাবি, সিদ্দিকুর রহমান সিদ্দিক উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। মহাসড়কে নাশকতার প্রস্তুতিকালে সরঞ্জামসহ তাকে আটক করা হয়। সিদ্দিক উপজেলার ভুস্কুর এলাকার পালি পশ্চিমপাড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে পৌরসভার দামগাড়া রাস্তার মাথা সংলগ্ন মহাসড়ক এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি হাঁসুয়া, বেশ কয়েকটি লাঠিসহ মশাল ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

জানা গেছে, গত সোমবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে হরতালের সমর্থনে উপজেলা যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মহাসড়কে মশাল হাতে মিছিল করে। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা ও পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর দাবি করে বলেন, আটক সিদ্দিক গ্রামের নিরীহ মানুষ। সে একজন ভটভটিচালক এবং বিএনপির সমর্থক। সে মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নন। সারা দিন ভটভটি চালিয়ে বাড়িতেই ঘুমিয়ে ছিলেন। রাতে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ।

তিনি আরও বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং অবৈধ নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে হরতাল সমর্থনে মশাল মিছিল শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার পর মশালে ব্যবহার করা কয়েকটি লাঠি ফেলে যায়। সেগুলো পুলিশ নিয়ে গিয়ে নাশকতা চেষ্টা ঘটনার নাটক সাজিয়েছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, বিএনপি নেতাকর্মীরা নাশকতা করার জন্য মহাসড়কে অবস্থান নেয়। তারা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে বিএনপি নেতাকর্মীরা মশাল ফেলে পালিয়ে যায়। এসময় উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিককে আটক করাসহ সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল ও নাশকতার সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

১০

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

১১

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

১২

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

১৩

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১৪

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

১৫

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১৬

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৭

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

১৯

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

২০
X