শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০১:০২ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

সাভারে দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ

সাভারে দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা সমর্থকদের বিরুদ্ধে। ছবি : কালবেলা
সাভারে দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা সমর্থকদের বিরুদ্ধে। ছবি : কালবেলা

সাভারে দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা সমর্থকদের বিরুদ্ধে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং এবং মোহাম্মদ সাইফুল ইসলাম অংশ নিয়েছেন। স্বতন্ত্র এ দুই প্রার্থীর অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে নৌকা মনোনীত প্রার্থী এনামুর রহমানের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠে।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে সাভার পৌরসভা এলাকার ভাগলপুরে তৌহিদ জং মুরাদের এবং এর আগে সন্ধ্যায় নামাগেন্ডা এলাকায় মোহাম্মদ সাইফুল ইসলামের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। নামাগেন্ডার ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে তালুকদার মো. তৌহিদ জং মুরাদের নেতাকর্মীরা জানান, সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদের নির্বাচনী প্রচরণার জন্য একটি অস্থায়ী কার্যালয় খোলা হয়। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে একটি নোহা ও একটি হায়েস গাড়িতে করে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভারের সাবেক ছাত্রদল নেতা বাবু ও পলাশের নেতৃত্বে ১৫-২০ জন ব্যক্তি ওই কার্যালয়ের সামনে আসেন। পরে তারা কার্যালয়ে হামলা চালিয়ে ব্যানার ছিড়ে ফেলে এবং কয়েকটি চেয়ার ও টেবিল ভাঙচুর করে। এসময় কয়েকজন এগিয়ে এলে তাদেরকে মেরে ফেলার হুমকি ও অকথ্য ভাষায় গালাগাল করে হামলাকারীরা।

এসময় স্বতন্ত্র প্রার্থী মুরাদের নির্বাচনী প্রচারণায় কেউ অংশ নিলে তাকে মেরে ফেলারও হুমকি দেয় তারা। পরে তারা কাতলাপুরে সাভার পৌরসভা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও তৌহিদ জংয়ের সাভার পৌরসভার ৭৩টি কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা আব্দুল হালিমের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা কার্যালয়ের সাইবোর্ড, ৩টি সিসি ক্যামেরা ভাঙচুর করে।

সাভার পৌরসভা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল হালিম কালবেলাকে বলেন, এর আগেও হামলাকারীরা বিভিন্ন সময়ে আমাদের হুমকি দিয়েছিল। গতকাল তারা ৬ নং ওয়ার্ডের ভাগলপুরে মুরাদ জংয়ের নির্বাচনী প্রচারণার জন্য বানানো অস্থায়ী কার্যালয়ের ভাঙচুরের পর কাতলাপুরে আমার ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। নিরাপত্তারক্ষী তাদের বাধা দিতে গেলে তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়। তার অভিযোগ হামলাকারীরা সবাই নৌকা প্রতীকের প্রার্থী এনামুর রহমানের সমর্থক । এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে। এদিকে পৌরসভার ১ নং ওয়ার্ডের নামাগেন্ডা এলাকায় মোল্লা মার্কেটে অপর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলামের নির্বাচনী প্রচারণায় অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল (১৮ ডিসেম্বর) রাতে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী এ এন এম জিয়া উদ্দিন কালবেলাকে বলেন, সোমবার সন্ধ্যা ৬টার দিকে আব্দুল মালেক কোম্পানি, মো. বাবু, মো. আনু, মো. সুমনসহ ৪০/৫০ জন আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে। পরে তারা কার্যালয়ে হামলা চালিয়ে আমাকে বের করে দিয়ে সাঁটার নামিয়ে কার্যালয় বন্ধ করে দেয়। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ কালবেলাকে বলেন, নির্বাচনী প্রচরণার জন্য বানানো অস্থায়ী কার্যালয়ে হামলা হয়েছে এমন কোন অভিযোগ এখনও কেউ করেননি। অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন কালবেলাকে বলেন, নামাগেন্ডার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তবে ভাগলপুরের ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১০

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১১

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১২

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৩

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৪

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৫

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৬

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৭

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৮

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৯

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

২০
X