বাংলাদেশ আওয়ামী লীগ সুশাসন, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।
তিনি বলেন, একটি আধুনিক, প্রগতিশীল, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতা আনতে হবে।
বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় বাইগারটেক থেকে মানিকদি পর্যন্ত নির্বাচনী প্রচার করার সময় এসব কথা বলেন মোহাম্মদ এ আরাফাত।
আরাফাত বলেন, স্বাধীনতা ও উন্নয়নের মার্কা নৌকা। কালীবাড়ি, বারনটেক, বাইগারটেক, মানিকদি এলাকা নৌকার ঘাঁটি। কিন্তু যথাযথভাবে এই এলাকায় উন্নয়ন হয়নি। ইতিমধ্যে এই এলাকায় অনেক রাস্তার কাজ শুরু হয়েছে। ৪-৫টি রাস্তার কাজের ইতিমধ্যে টেন্ডার হয়েছে। এসব রাস্তার কাজও দ্রুত শুরু হবে। এ ছাড়া ইসিবি চত্বর থেকে উত্তরা জসিমউদ্দীন পর্যন্ত রাস্তাটি ৬০ ফিট প্রশস্ত হবে। সব নাগরিক সুবিধাসমূহ নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।
মন্তব্য করুন