জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়নি। এটি একটি অপপ্রচার। ভুয়া সংবাদ। বদ উদ্দেশ্য থেকে এসব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক এই প্রতিমন্ত্রী।
বুধবার (২০ ডিসেম্বর) তাকে গ্রেপ্তারের গুজবের পরিপ্রেক্ষিতে সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
চুন্নু বলেন, আমি তো কোনো অপরাধ করিনি। তাহলে আমাকে কেন গ্রেপ্তার করা হবে। এর পেছনে কোনো বদ উদ্দেশ্য আছে। এসব ছড়িয়ে আমাকে নির্বাচন থেকে নিবৃত করা যাবে না।
নির্বাচন একটি চ্যালেঞ্জিং গেম এ কথা জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে নির্বাচনে আমরা ভালো ফল করব। বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় কিশোরগঞ্জ-৩ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি সাধ্যমতো এলাকার উন্নয়ন করেছি। সমস্যা নিয়ে সংসদে কথা বলেছি। আশা করি, এলাকার ভোটারদের সমর্থন পেলে এবারও ভালো ফল করব।
মন্তব্য করুন