দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি মন্তব্য করে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, এই নির্বাচন দেশের জন্য মারাত্মক একটা ক্ষতি হবে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদের আয়োজনে ভোটকেন্দ্রে যাব না প্রতারণার নির্বাচনকে সমর্থন করব না শীর্ষক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব ফারুক হাসান, যুগ্ম সদস্যসচিব অধ্যাপক মাহবুব হাসান, যুগ্ম সদস্যসচিব তারেক রহমান, কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল মিয়াজীসহ অনেক নেতাকর্মী।
ড. রেজা কিবরিয়া বলেন, ছোট ছোট দলগুলো নির্বাচন খেলার জন্য আওয়ামী লীগের কাছ থেকে যে টাকা নিয়েছেন, টাকাগুলো নেন। কিন্তু ভোট দিয়েন না। যে ভোট দিতে যায় তাকে বাধা দেবেন এবং নিন্দা করবেন।
তিনি বলেন, শেখ হাসিনার পাতানো নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করব না। আমরা চাই না কেউ এই মিথ্যা নির্বাচনে অংশগ্রহণ করুক। আপনারা এই নির্বাচন থেকে দূরে থাকুন এই ভোট আসল ভোট না। গণভবনে নির্ধারিত হয়ে গেছে কে কে এমপি হবে। এই সরকারকে প্রতিহত করতে হলে নির্বাচন বর্জন করতে হবে।
তিনি আরও বলেন, এখন যে প্রধান নির্বাচন কমিশনার আছে তাকে বলব আপনি এখনই নির্বাচন বাতিল করেন যদি তা না করেন পরে আপনাকে দায়বদ্ধ ও আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আপনার পেনশন থেকে জনগণের টাকাটা আদায় করে নেব। আপনি পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন বন্ধ করতে পারেন।
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুক হাসান বলেন, শেখ হাসিনা একটা পাতানো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এই নির্বাচনে কেউ সমর্থন দিচ্ছে না। আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ রইল। ডামি নির্বাচন আর না ভোটকেন্দ্রে যাব না।
মানববন্ধন শেষে ড. রেজা কিবরিয়া ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকের লিফলেট বিতরণ করেন। এ সময় প্রেসক্লাবের সামনে এবং কদম ফোয়ারার কাছে কর্মরত পুলিশ সদস্যদেরও লিফলেট প্রদানের চেষ্টা করেন।
মন্তব্য করুন