জনগণকে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে রাজধানীর উত্তরা, গুলশান ও আদাবরে পৃথকভাবে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (৩০ ডিসেম্বর) লিফলেট বিতরণকালে তারা জনগণকে আগামী ৭ জানুয়ারি ভোট প্রদানে বিরত থাকা এবং কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।
এদিন বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি রিয়াদ ইকবালের নেতৃত্বে উত্তরার রাজলক্ষ্মী এলাকার বিভিন্ন মার্কেটে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আতাউর রহমান খান, সহসাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর আহ্বায়ক মুক্তাদির বিল্লাহ, নিউমার্কেট থানা ছাত্রদলের সদস্য সচিব আরাফাত অনিক, ছাত্রনেতা এরশাদ নাবিল খান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জহির উদ্দিন সবুজ, আবদুল্লাহ আল সবুজ, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা শাহ পরান বিজয়সহ বিভিন্ন ইউনিটের অর্ধশতাধিক নেতাকর্মী।
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফলে রাজধানীল গুলশানে লিফলেট বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার গুলশান-১ নাম্বার থেকে পুলিশ প্লাজা পর্যন্ত নেতাকর্মীরা জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।
ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের তত্ত্বাবধানে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, আরিফুল ইসলাম আরিফ, সহসাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান, ঢাকা মহানগর উত্তর ছাত্রনেতা বিজয় রহমান জামাল, আনোয়ারুল ইসলাম সজল, আসিফ হোসেন মানিক, ঢাকা মহানগর দক্ষিণের জুবায়ের আহমেদ, গুলশান থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাদমান খান, সহসভাপতি জাহিদুল আমিন, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুবক্কর সিদ্দিকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই ইস্যুতে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমেদের নেতৃত্বে রাজধানীর আদাবরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। শনিবার বিকেলে রাজধানীর আদাবর-শেখেরটেক-শ্যামলী এলাকায় সংগঠনটির নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচএম মাসুম বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান বাপ্পী, ফজলুল হক মুসলিম হলের দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহাগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল খান, ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. উজ্জ্বল গাজী, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহাবুব, ঢাকা কলেজ ইন্টারন্যাশনাল হলের সিনিয়র সহসভাপতি রাশিকুল ইসলাম শাহিল, ঢাকা কলেজের আহমেদ সাফওয়ান, জুবায়েদ ফরাজী ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা মো. মেহেদী হাসান প্রমুখ।
মন্তব্য করুন