বিএনপির ডাকে ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী তাঁতী দলের নেতারা।
তৃতীয় দফার শেষ দিনে শনিবার (৩০ ডিসেম্বর) তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে ও এর আশপাশের এলাকায় এই কর্মসূচি পালন করে।
লিফলেট বিতরণকালে তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সাজানো নাটক অভিহিত করে সাধারণ মানুষকে ভোট বর্জনের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কাজী রেজাউল করিম রানা, ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব বেগম শামসুন্নাহার, নারায়ণগঞ্জ মহানগর তাঁতী দলের সভাপতি মীর আলমগীর, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মাষ্টার, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল সেন্টু, মনজুরুল ইসলাম, ফারহান আহমেদ রাসেল, আব্দুল ওয়াদুদ, লালবাগ থানা তাঁতী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, কদমতলী থানা তাঁতী দল এর আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহ, তুরাগ থানা তাঁতী দল এর আহ্বায়ক মোহাম্মদ আলমগীর, বিমানবন্দর থানা তাঁতী দল এর সদস্য সচিব রুমেল খান, কদমতলী থানা তাঁতী দল এর সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, ডেমরা থানা তাঁতী দলের সদস্য সচিব (প্রস্তাবিত) মোহাম্মদ জুলহাসসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন