দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, সরকারের পদত্যাগ ও অবিলম্বে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাব, পল্টন ও বিজয়নগর এলাকায় এ মিছিল হয়।
জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে মিছিলে দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সহসভাপতি সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, শ্রমিক নেতা এম এ আউয়াল, কামরুল আহসান অপু, আজম খান, আবুল কালাম, নাসির উদ্দিন স্বপন, ছাত্রলীগের (জেএসডি) সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন