কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের মতো মিথ্যুক সরকার কম আছে: মান্না

মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত
মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ‘ভোট ধ্বংসের চক্রান্ত করছে’ বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন আওয়ামী লীগ সরকারের মতো মিথ্যুক সরকার কম আছে।

বৃহস্পতিবার (০৬ জুলাই) দুপুরে এক আলোচনা সভায় এই মন্তব্য করে তিনি বলেন, আমরা কিন্তু লড়াই করছি ভোটের জন্য। ওরা আমাদের বলতে চায়, ওরা ভোট চায় না। আর আমরা বলি, আমরাই ভোট চাই, তোরা ভোট ধ্বংস করতে চাস, ভোট এই ১৫ বছর ধরে ধ্বংস করেছিস। তোদের শায়েস্তা করার জন্যই আমাদের এই আন্দোলন। আন্দোলনে জিতব এবং তারপরে সেরকমভাবে আমরা সমাজও বদলাব।

২০১১ সালের ৬ জুলাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে হরতালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় তৎকালীন বিরোধীদলের প্রধান হুইপ জয়নুল আবেদিন ফারুক গুরুতর আহত হন। ওই দিনটি পালনে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এই আলোচনা সভা হয়। অনুষ্ঠানে অতিথি সারিতে বসা ছিলেন জয়নুল আবেদিন ফারুক। মান্না বলেন, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দেশের ৯০-৯৯ ভাগ লোক সরকার চায়, আন্তর্জাতিকভাবে এই সরকারকে সবাই মনে করে ভোট চোর-ভোট ডাকাত। এজন্য ওরা (যুক্তরাষ্ট্র) বলছে, বারবার আর ডাকাতি করতে পারবে না, আর চুরি করতে পারবে না। আর ও (সরকার) বলছে, এবার দেখেন সবচাইতে ভালো ভোট করব। কথা বলে শয়তান লোক, খলের-ছলের অভাব নাই। এই সরকারের মতো খল সরকার আমরা আমাদের দেশে তো দেখিনি, পাকিস্তানে দেখিনি, ভারতজুড়ে এতগুলো বছর আমরা ছিলাম সেখানে দেখিনি। পৃথিবীর মধ্যে এরকম দুশ্চরিত্র মিথ্যাবাদ, মিথ্যুক সরকার কম আছে।

তিনি বলেন, আমরা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই, জনগণের দেশ প্রতিষ্ঠা করতে চাই। যেই জায়গায় সামাজিক মর্যাদা, মানবিক মূল্যবোধ এবং সাম্য থাকবে। আমরা মানুষে মানুষে সমান, অধিকারে সমান, বাস্তবে সমান এবং সবাই আইনের চোখে সমান থাকব... এই রকম একটা দেশ করতে চাই। অতএব অনেক বড় দায়িত্ব সমানে আছে। কারণ এই সমাজটা বদলাতে, দেশটা বদলাতে হবে সেই রকম দেশ চাই যেটা সত্যি সত্যি সোনার বাংলা হবে, আমার-আপনার প্রত্যেকের জন্য আমাদের অধিকার নিশ্চিত করবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সরকারের পুলিশের কিছু সদস্য যেভাবে জয়নুল আবেদিন ফারুককে যেদিন পিটিয়েছে, এটা তারা সংসদকে পিটিয়েছে, গণতন্ত্রকে পিটিয়েছে। এটা সারা জাতি, গোটা গণতান্ত্রিক বিশ্ব ধিক্কার জানিয়েছে। এই সরকার গণতন্ত্র বিরোধী সরকার, অবৈধ দখলদার সরকার। তাকে হটাতে না পারলে এদেশের অস্তিত্ব বিপন্ন হবে। সেজন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সবাইকে রাজপথে নেমে আসতে হবে।

গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, আমরা সমগ্র জাতির সামনে বলছি, শেখ হাসিনা ফ্যাসিবাদের অধীনে গণঅধিকার পরিষদ কিংবা আমরা অংশগ্রহণ করব না। আমরা যা বলেছি, মুখ দিয়ে কথা বলেছি, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাব না। তারপরে দেখবেন আমাদের আশপাশের কিছু বন্ধুরা ইনিয়ে-বিনিয়ে বিএনপির লোকরা, সরকার গ্রেপ্তার করে কেনো এ করে না কেনো, সেই করে না এরকম নানা ধরনের কথা তুলে আন্দোলনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে, নিজেদের মধ্যে সন্দেহের সৃষ্টি করবে। দয়া করে আমরা যারা যুগপৎ আন্দোলনে আছি তারা আন্দোলনে মানুষ বিভ্রান্ত হয়, আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়, আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, বিরোধ তৈরি হয়, এমন কোনো কথা কেউ বলবেন না।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন রাজপথে আছে। জামায়াতের নেতাদের অনেককে যেভাবে ফাঁসি দিয়েছে, অত্যাচার-নির্যাতন করেছে তাতে আমার মনে হয় না জামায়াত সরকারের ফেভারে কাজ করবে। কিন্তু তারপরেও যদি জামায়াত করে জামায়াতের কর্মীরা তাদের ক্ষমা করবে না। এই তাদের মৃত নেতাদের, অত্যাচারিত নেতাদের প্রতিশোধের যে শপথ তারা নিয়েছে। আমার কথা হচ্ছে কারা এই আন্দোলনে বন্ধু? সেটা প্রমাণিত হবে রাজপথে। বিএনপি চলমান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে তাকেই ‘এক দফা’র আন্দোলনে কর্মসূচি দেওয়ার আহ্বান জানান নুর।

সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতারা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

‘সবার উপরে ভাত’র কোটি ভিউজ উদযাপন

‘এক পায়ে পাড়া দিয়ে, আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন তারেক রহমান

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কত বছর লাগবে, জানালেন প্রেস সচিব

স্বেচ্ছায় চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তা

১০

চাকরি দিচ্ছে এসিআই, আবেদন করুন এখনই

১১

কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস, স্থানীয়রা উচ্ছ্বসিত 

১২

হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

১৩

তামিমের বিয়ে নিয়ে বিভ্রান্তি, মজা করলেন শান্ত

১৪

টেলিকম প্রতিষ্ঠানকে ব্যবহার করে গোয়েন্দা নজরদারির গোমর ফাঁস

১৫

‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে’

১৬

সাদাপাথর লুটপাটে জড়িতের দ্রুত শাস্তির আওতায় আনা হবে : সিলেটের ডিসি 

১৭

প্রধান উপদেষ্টাকে উপহার দিলেন মেঘ

১৮

মোটরযানমুক্ত আধুনিক শহর, দেখেই চোখ জুড়ায় (ভিডিও)

১৯

জিলানীর শরীরে রয়ে যাওয়া ‘পিলেট’ অপসারণ করলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিক

২০
X