শপথগ্রহণ শেষে অফিস করতে শুরু করেছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান। এতে বিভিন্ন সাইজের ফুলের তোড়ায় ভরে যায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর।
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেওয়া এসব ফুলের তোরা পরিষ্কার করতে অন্তত ১০টি পিকআপ ভ্যান ভারা করতে হয়েছে। এতে প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে সচিবালয়ে কর্মরত একাধিক কর্মকর্তা বলেছেন, শুভেচ্ছা বিনিময়ের দামি ফুলের বাসি তোড়া পরিষ্কার করতে ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে।
গত ৭ জানুয়ারি নির্বাচন সম্পন্ন হওয়ার পর গত বৃহস্পতিবার শপথ নেয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকার। এরপর রোববার (১৩ জানুয়ারি) থেকে নতুন মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে নিজেদের দপ্তরে যান। সেখানে সরকারি কর্মকর্তা, কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। শুভেচ্ছা বিনিময় করতে দীর্ঘ লাইন শুরু হয়, যা গতকাল বৃহস্পতিবারও অব্যাহত ছিল।
মন্তব্য করুন